গৌতম গম্ভীরের সেরা পাঁচ বন্ধু: বীরেন্দ্র সহবাগ, অমিত মিশ্র, যুবরাজ সিংহ, ইশান্ত শর্মা, মুনাফ পটেল।
অমিত মিশ্র: গম্ভীরের অন্যতম ভাল বন্ধু অমিত মিশ্র। গম্ভীর জানান তিনি এবং অমিত এক সঙ্গেই বেড়ে উঠেছেন। প্র্যাক্টিসও করতেন একই সঙ্গে।
বিরাটের সঙ্গে সম্পর্ক: গম্ভীর জানান মাঠের মধ্যে এই আচরণ খুবই স্বাভাবিক। দু’জনেই দিল্লিবাসী হওয়ায় অত্যন্ত আগ্রাসী। এর মধ্যে কোনও ভুল নেই। এই আচরণকে ব্যক্তিগত ভাবে না নিলেই হল।
ক্রিকেটার জীবনের সেরা মূহূর্ত: ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ এবং ২০০৭ টি২০ বিশ্বকাপ জেতা তাঁর কাছে মূল প্রাপ্তি।
দিল্লির অবদান: গম্ভীর জানান, তাঁর সাফল্যের পিছনে দিল্লির অবদান অনস্বীকার্য। তাঁর মতে, দিল্লিই তাঁকে শিখিয়েছে খেলার মাঠে আক্রমণাত্মক এবং আগ্রাসী হওয়া কতটা জরুরি। যার সুফল পরবর্তী সময় মাঠে পেয়েছেন তিনি।