গৌরব সোলাঙ্কি এবং আশিস কুমার
অভিজ্ঞ দুই ভারতীয় বক্সার গৌরব সোলাঙ্কি (৫৭ কেজি) এবং আশিস কুমার (৭৫ কেজি) আম্মানে চলা এশীয় অলিম্পিক্স বাছাই পর্বের প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সোলাঙ্কি হারান কিরঘিজস্তানের দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন আকিলবেক এসেনবেক উলু-কে। পাশাপাশি এশীয় চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী আশিস হারান তাইওয়ানের কান চিয়া-ওয়েইকে। দুই ভারতীয় বক্সারই ৫-০ উড়িয়ে দেন প্রতিপক্ষদের।
প্রি-কোয়ার্টার ফাইনালে এ বার আশিসের লড়াই কিরঘিজস্তানের ওমারবেক বেকঝিগিট উলুর বিরুদ্ধে। ওমারবেক প্রতিযোগিতার চতুর্থ বাছাই। গত বছর এশীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আশিস হারিয়েছিলেন তাঁকে। কমনওয়েলথ গেমসে ৫২ কেজি বিভাগে সোনাজয়ী সোলাঙ্কির লড়াইটা আরও কঠিন। তাঁকে খেলতে হবে শীর্ষবাছাই উজবেক বক্সার মিরাজিজবেক মির্জাখালিলভের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে তিনি ওয়াকওভার পান। ৫৭ কেজি বিভাগে মির্জাখালিলভ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। পাশাপাশি ২০১৮ এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীও।
এ দিন সোলাঙ্কি প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন প্রতিপক্ষের বিরুদ্ধে। উলুর দুবর্ল রক্ষণ আরও সাহায্য করছিল তাঁকে। ভারতীয় বক্সার টানা আক্রমণ করে যাচ্ছিলেন প্রতিপক্ষকে। দ্রুতই উলুর বিরুদ্ধে পয়েন্ট তুলে নিতে থাকেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে চলে যান। এর পরে আশিসও আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেন তাইওয়ানের প্রতিপক্ষের বিরুদ্ধে। তাঁরা সেমিফাইনালে উঠতে পারেন, তা হলে টোকিয়ো অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করবেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অমিত পঙ্ঘাল ৫২ কেজি বিভাগে শীর্ষবাছাই। মেয়েদের প্রতিযোগিতায় মেরি কম দ্বিতীয় বাছাই হিসেবে নামবেন। থাকবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বারের ব্রোঞ্জ জয়ী লভলিনা বরগোঁহাই (৬৯ কেজি), এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী পুজা রানি (৭৫ কেজি) এবং সতীশ কুমার (৯১ কেজির বেশি) একটি করে জয় পেলেই অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করবেন। ড্র অনুযায়ী তাঁদের বিভাগে বেশি বক্সার নেই।