প্রথম উইম্বলডন জয়ী গারবিনে মুগুরুজা। ছবি: রয়টার্স।
স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ফারাক ঠিক কতটা ? কতটা পথ হাটলেই বা ছোঁয়া যায় সেই স্বপ্নকে ? উত্তরে উঠে আসবে বহু যুক্তি। কিন্তু সে যতটাই হোক, তাকে বাস্তব করার ক্ষমতা রাখেন স্প্যানিস টেনিস সুন্দরী গারবিনে মুগুরুজা।
শনিবার উইম্বলডন সাক্ষী থাকল সেই রকমই এক স্বপ্নকে বাস্তবায়িত করার গল্পের। দশম বাছাই এবং চোদ্দতম বছাইয়ের লড়াই ছিল পরতে পরতে উত্তেজনায় ভরা। পাঁচ বারের বিজয়ী ভেনাস উইলিয়ামকে স্ট্রেট সেটে উড়িয়ে কেরিয়ারের প্রথম উইম্বলডন জিতে নিলেন গারবিনে মুগুরুজা। মুগুরুজার পক্ষে খেলার ফল ছিল ৭-৫, ৬-০। এ দিন সেন্টার কোর্টে নামার আগে মুগুরুজার বেশ কিছু সমর্থক ভিড় জমিয়ে ছিলেন এই ইতিহাসের সাক্ষী হতে। তবে, সেটা ছিল মুষ্টিমেয়। গ্যালারির অধিকাংশ সমর্থনই ছিল ভেনাসের পক্ষে। তবে, গ্যালারি নিজের দখলে রাখলেও, কোর্টের মধ্যে দাপিয়ে বেড়ায় মুগুরুজা। প্রথম সেট থেকেই ভেনাসের উপর চেপে বসে স্প্যানিস সুন্দরী। নিজের দক্ষতা এবং ক্রীড়াশৈলির অপূর্ব মিশ্রনে নাজেহাল করে তোলেন প্রাক্তন বিশ্ব সেরা ভেনাসকে। তবে, তার মধ্যেও কিছু লড়াই চালানোর চেষ্টা করেন ৩৭ বছরের ভেনাস। তবে, গারবিনেকে হারানোর জন্য তা উপযুক্ত ছিল না। ৭-৫ ব্যবধানে প্রথম সেট জিতে নেন গারবিনে।
আরও পড়ুন: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কোচিত ইনিংস মিতালির
এর পর ভেনাসের ধরা ছোঁয়ার বাইরে চলে যান মুগুরুজা। দ্বিতীয় সেটে মুগুরুজের সামনে দাঁড়াতেই পারেননি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। একপেশে ম্যাচে ৬-০ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে প্রথমবারের জন্য উইম্বলডন জিতে নেন গারবিনে।
তবে এ দিনের ম্যাচে আন্ডারডগ হিসেবেই কোর্টে নেমেছিলেন গারবিনে। বিভিন্ন মিডিয়া থেকে টেনিস বিশেষজ্ঞ, এই ম্যাচে প্রত্যেকেরই বাজি ছিলেন ভেনাস। ছোট বোন সেরেনা উইলিয়ামসয়ের অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন দীর্ঘ ৮ বছর পর নিজের ষষ্ঠ গ্র্যান্ডস্লামটি জিতে নেবেন ভেনাস। কিন্তু কোর্টে নেমে সকলের ধারনা ভ্রান্ত বলে প্রমানিত করলেন টেনিস সুন্দরী মুগুরুজা।