জয়োল্লাস: ইউরোপিয়ান ট্যুর খেতাব জিতে গগনজিৎ। ছবি: পিটিআই।
জীবনের প্রথম ইউরোপিয়ান ট্যুর খেতাব জিতে নিলেন ভারতীয় গল্ফার গগনজিৎ ভুল্লার। রবিবার অস্ট্রেলিয়ার অ্যান্থনি কুয়েলকে পিছনে ফেলে ফিজি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভুল্লার।
এর আগে ভুল্লার ন’টি এশিয়ান ট্যুর খেতাব জিতলেও ইউরোপীয় খেতাব জিততে পারেননি। ভুল্লারের আগে ইউরোপীয় ট্যুর খেতাব জয়ী ভারতীয়দের তালিকায় রয়েছেন জীব মিলখা সিংহ, এসএসপি চৌরাসিয়া এবং অনির্বান লাহিড়ী।
রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পরে ভুল্লার বলেছেন, ‘‘আমি ইদানীং বেশ ভালই খেলছিলাম। ইউরোপীয় ট্যুর খেতাব জয়টা সময়ের অপেক্ষা ছিল। খুব খুশি হয়েছি যে সেটা এখানে হয়ে গেল।’’ নিজের খেলা বিশ্লেষণ করতে গিয়ে ভুল্লার বলেন, ‘‘প্রথম এক ঘণ্টা আমি যা খেলেছি, সেটাই আমাকে ট্রফি এনে দিল। প্রথম চারটে ‘হোল’-আমি থ্রি আন্ডার ছিলাম। ওটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমার শুরুটা যদি খুব ভাল না হত, তা হলে অনেক কিছুই হতে পারত।’’
সাফল্যের জন্য ফিজির কিংবদন্তি গল্ফার বিজয় সিংহকেও কৃতিত্ব দিচ্ছেন ভুল্লার। বলেছেন, ‘‘আমি বিজয় সিংহের সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন। যেটা কাজে দিয়েছে।’’