ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তা।—ছবি সংগৃহীত।
আগামী মরসুমে আইএসএলে খেলার সম্ভাবনা কার্যত শেষ। সম্ভবত এই কারণেই বুধবার মোহনবাগান দিবসের দিনে আগামী মরসুমের জন্য গোয়ার ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তার নাম কোচ হিসেবে ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।
৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো মালয়েশিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি-রও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ দলেরও কোচ ছিলেন তিনি। সহকারী কোচের দায়িত্ব সামলেছেন বাংলাদেশের শেখ রাসেল ক্লাবেরও। বুধবার সরকারি ভাবে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে তাঁর নাম ঘোষণার পরে গোয়া থেকে ফোনে আনন্দবাজারকে ফ্রান্সিসকো বললেন, ‘‘ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ও ঐতিহ্যশালী দল। এই কারণেই দায়িত্ব নিলাম। আমার লক্ষ্য ইস্টবেঙ্গলের হয়ে যত বেশি সম্ভব ট্রফি জেতা।’’