তীব্র আইনি লড়াইয়ের পরে বেকার স্বীকার করতে বাধ্য হন, আনা তাঁরই মেয়ে। দেউলিয়া মামলায় হেরে এ বার আড়াই বছরের সাজা। তার মধ্যে ১৫ মাস তাঁকে জেলে কাটাতে হবে বলেই খবর।
বরিস বেকার। —ফাইল চিত্র।
বরিস বেকারের প্রাক্তন স্ত্রী লিলি বেকার তাঁর যন্ত্রণার কথা ফাঁস করলেন। কী ভাবে বাবাকে নিয়ে ছেলের কৌতূহলের সামনে তাঁকে বলতে হয়েছে, টেনিস তারকাকে আগামী আড়াই বছরের জন্য হাজতবাস করতে হবে। পুত্র আমাদাউসকে তিনি বুঝিয়েছেন, ‘‘বাবা আইনের কথা শোনেনি, তাই এই সাজা ভোগ করতে হবে।’’
পিয়ার্স মর্গ্যানের শো-তে তিনি জানিয়েছেন, আদালতের রায়ের ব্যাপারে বিশদে তিনি বলেননি ছেলেকে। কিন্তু পুরোপুরি সত্যটা গোপনই বা করবেন কী ভাবে? ‘‘আমাকে সত্যিটা বলতেই হয়েছে ওকে যে, বাবাকে জেলে যেতে হচ্ছে। আমি প্রার্থনা করব, আর কাউকে যেন এই যন্ত্রণা পেতে না হয়। জীবনের সব চেয়ে কঠিন কাজ করতে হয়েছে আমাকে। তা-ও মাত্র ১২ বছরের এক কিশোরের সামনে।’’
মানসিক যন্ত্রণার আরও ব্যাখ্যা দিয়ে লিলি বেকার বলেছেন, ‘‘১২ বছরের এক কিশোরকে আমি কি না বলছি, তোমার বাবা জেলে। কত নির্মম হতে পারে জীবন!’’ যোগ করছেন, ‘‘সব চেয়ে বড় ব্যাপার হচ্ছে, খুব বেশি কিছু ব্যাখ্যাও তো দিতে পারছি না ছেলের সামনে। এখনকার পৃথিবীতে বাচ্চারাও ইউটিউব, ইন্টারনেটে রয়েছে। ইন্টারনেট দুনিয়া খুবই নির্মম হতে পারে।’’
তবে লিলি জানাচ্ছেন, ছেলের চারপাশে শুভানুধ্যায়ীর অভাব নেই। তাই পরিস্থিতি সামলানো সম্ভব হচ্ছে। ‘‘ছেলে খুবই কৌতূহলী হয়ে পড়েছে বাবাকে নিয়ে। আমি শুধু বলছি, আমরা সকলেই ভুল করি।’’ বরিস কেমন আছেন? লিলির জবাব, ‘‘ঠিক আছে। ষতটা ভাল থাকতে পারে, থাকছে। কিন্তু জেলখানা তো আর পাঁচতারা হোটেল নয়, তাই না?’’ লিলি এবং তাঁদের ছেলে লন্ডনের জেলে বেকারের সঙ্গে
দেখা করার জন্য অধীর।
বেকারের আড়াই বছরের হাজতবাসের খবর শুনে তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল? প্রশ্নের সামনে লিলির উত্তর, ‘‘আমি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছিলাম। যা শুনছিলাম, বিশ্বাসই করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম, নিশ্চয়ই সাংঘাতিক কিছু ঘটবে না।’’
একই সঙ্গে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যে, বেকারের সঙ্গে তাঁর কখনও বিচ্ছেদ হয়ইনি। ২০১৮-তে তাঁদের বিচ্ছেদ হয় বলেই সকলে জানত এতদিন। কিন্তু লিলি এই অনুষ্ঠানে বলেছেন, ‘‘আমি এখনও ওর স্ত্রী। হয়তো এক সঙ্গে থাকি না, সেই সুসম্পর্ক আর নেই কিন্তু আমরা এখনও বিবাহিত দম্পতি। দু’জনে আলাদা পথে চলে গিয়েছি।’’
নিজেদের সম্পর্ক নিয়ে তিনি আরও বলেছেন, ‘‘প্রথম থেকেই খুব তীব্র ভালবাসার সম্পর্ক ছিল আমাদের মধ্যে। ট্রু লাভ স্টোরি।’’ তিনি কি এখনও বরিসকে ভালবাসেন? লিলির জবাব, ‘‘অবশ্যই আমি
ওকে ভালবাসি।’’
বরিসের প্রথম স্ত্রী বারবারার সঙ্গে আরও দুই সন্তান রয়েছে। নোয়া (২৮) এবং এলিস (২২)। ১৯৯৯-এ লন্ডনের রেস্তরাঁয় ঝটিকা যৌন সম্পর্কে জন্ম হয় আনা এর্মাকোভার। তীব্র আইনি লড়াইয়ের পরে বেকার স্বীকার করতে বাধ্য হন, আনা তাঁরই মেয়ে। দেউলিয়া মামলায় হেরে এ বার আড়াই বছরের সাজা। তার মধ্যে ১৫ মাস তাঁকে জেলে কাটাতে হবে বলেই খবর।