দাঁড়িয়ে ডান দিক থেকে তৃতীয় মির সাজ্জাদ আলি। ছবি টুইটার থেকে নেওয়া।
প্রয়াত হলেন মির সাজ্জাদ আলি। ভারতের এই প্রাক্তন ফুটবলারের বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রকে।
১৯৭৭ সালে ঢাকায় আগা খান গোল্ড কাপে ভারতীয় দলের হয়ে খেলেন তিনি। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেন। ইস্টবেঙ্গল এবং মহমেডানেও খেলেন এই লেফট উইঙ্গার। এছাড়াও হায়দরাবাদের স্থানীয় লিগে বিডিএলের হয়ে খেলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের আর এক প্রাক্তন ফুটবলার ও কোচ সাব্বির আলি। বলেন, ‘‘অসামান্য দৌড় দিয়ে বিপক্ষ ডিফেন্সকে ফালাফালা করে দিতে পারত। আমরা একসঙ্গে ইস্টবেঙ্গল, মহমেডান এবং ভারতের হয়ে খেলেছি। ওর সঙ্গে খেলা খুব উপভোগ করেছি।’’
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির আগমন, একদিনের ক্রিকেটে সচিনের বিদায়ের দিন
আরও পড়ুন: বক্সিং ডে টেস্টের প্রস্তুতি শুরু, নেটে নজর কাড়লেন শুভমন
আর এক প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজ বলেন, ‘‘ওর দুর্দান্ত বল সেন্স ছিল। বাঁদিক থেকে অনবদ্য পাস বাড়াত, সেন্টার করত।’’