দীপক সোধন। টেস্ট অভিষেকে সেঞ্চুরিকারী প্রথম ভারতীয়।
চলে গেলেন দীপক সোধন। অভিষেক টেস্টে সেঞ্চুরিকারী প্রথম ভারতীয় ক্রিকেটার তিনি। ৮৭ বছর বয়সি সোধন ছিলেন দেশের জীবিত টেস্ট ক্রিকেটারদের মধ্যে বয়ঃজেষ্ঠ্য-ও। গত ফেব্রুয়ারি থেকে ক্যানসারে ভুগছিলেন। সোমবার মারা গেলেন আমদাবাদের বাড়িতে। বাঁ-হাতি ব্যাটসম্যান, দরকারে পেস বোলিংও করতেন। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার রেকর্ড সোধন গড়েন ইডেনে। ১৯৫২-৫৩ পাকিস্তান সিরিজে। যা বাঁ-হাতি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেও প্রথম টেস্ট সেঞ্চুরি। পুরো নাম রোশন হর্ষদলাল সোধন। ২৫ বছর বয়সে টেস্ট ক্যাপ পেয়েছিলেন যেমন অতর্কিতে, তেমনই বরোদা এবং গুজরাতের হয়ে রঞ্জি খেলা এই ব্যাটসম্যানের ক্ষণস্থায়ী টেস্ট জীবনও থামে হঠাৎই! ১২ ডিসেম্বর ১৯৫২ থেকে ২৮ মার্চ ১৯৫৩, সাড়ে তিন মাসের কেরিয়ারে তিন ম্যাচ, চার ইনিংসে একটি সেঞ্চুরি সমেত, ৬০.৩৩ ব্যাটিং গড়ে মোট ১৮১ রান করলেও চার নম্বর টেস্ট খেলতে আর ডাক পাননি।