লাইফ সাপোর্টে চেতন চৌহান। —ফাইল চিত্র।
ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
গত মাসের ১২ তারিখ চেতন চৌহানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের প্রাক্তন ওপেনরাকে। সে দিন সন্ধেতেই অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিগ বি সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু চেতন চৌহানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর কিডনি কাজ করছে না। ডিডিসিএ-র এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, চৌহানের শারীরিক অবস্থার অবনতির কথা।
আরও পড়ুন: অতিরিক্ত মেসি নির্ভরতা না জাভি-ইনিয়েস্তাদের অভাব, বার্সার মূল সমস্যা ঠিক কোথায়?
১৯৬৯ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৪০টি টেস্ট খেলেছেন চেতন চৌহান। ৩১.৫৭ গড়ে করেছেন ২০৮৪ রান। তবে কখনও সেঞ্চুরি করতে পারেননি। ৯৭ তাঁর সর্বাধিক স্কোর। টেস্টে ১৬ হাফ-সেঞ্চুরি রয়েছে সুনীল গাওস্করের একদা ওপেনিং পার্টনারের।
গাওস্কর-চৌহান জুটি একসময় নিয়মিত ওপেন করত টেস্টে। দু’জনের জুটিতে উঠেছে তিন হাজারের বেশি রান। এর মধ্যে দশ বার ওপেনিং জুটিতে একশোর বেশি রান উঠেছিল। চেতন সাতটি এক দিনের ম্যাচও খেলেছিলেন। তবে তাতে তেমন সাফল্য পাননি। করেছিলেন মোট ১৫৩ রান। ঘরোয়া ক্রিকেটে দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে ব্যাট হাতে তিনি যদিও বেশ ধারাবাহিক ছিলেন।