আলহান্দ্রো গারনাচোর গোলের সেই মুহূর্ত। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গোল পোস্টকে পিছনে রেখে শরীর ছুড়ে মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে উল্টে গিয়ে জোরালো শটে গোল। বাইসাইকেল কিক। ফুটবল বিশ্বে ব্যাকভলিতে গোল সব সময়ই চোখ জুড়িয়ে দেয়। রবিবার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে আলহান্দ্রো গারনাচোর গোলের পর যা নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলেছেন এটাই বাইসাইকেল কিকে করা সেরা গোল কি না। বিশ্ব ফুটবলে নানা দেশে, নানা প্রতিযোগিতায় ব্যাকভলিতে গোল করেছেন বহু ফুটবলার। সেই তালিকা থেকে ১০টি গোল বেছে নিল আনন্দবাজার অনলাইন। সেই ১০টি গোলের মধ্যে সেরা কোনটি? নিখুঁত লাফ, ঘাড়ের উপর ডিফেন্ডার রয়েছেন কি না, কোন মঞ্চে গোলটি করা হয়েছে, বিচারের সময় মাথায় রাখা হয়েছে এই সবই। এই তালিকায় গারনাচোর গোলটি কত নম্বর পেল? কোন কোন ফুটবলারের বাইসাইকেল কিক মনে থেকে গিয়েছে সমর্থকদের?
আয়াখস বনাম ডেন বস্ক (১৯৮৬)
কুইন্স পার্ক রেঞ্জার্স বনাম বার্নসলে (১৯৯৭)
লিভারপুল বনাম ওয়াটফোর্ড (২০১৭)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটি (২০১১)
এসি মিলান বনাম অ্যান্ডারলেখট (২০১২)
বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া (২০০১)
সুইডেন বনাম ইংল্যান্ড (২০১২)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম এভার্টন (২০২৩)
রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল (২০১৮)
রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস (২০১৮)