পল পোগবা। ছবি: সংগৃহীত।
ডোপ পরীক্ষার দ্বিতীয় নমুনাতেও নিষিদ্ধ পদার্থ পাওয়ায় গভীর সঙ্কটে পল পোগবার ফুটবল ভবিষ্যৎ। চার বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম সদস্য।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ইটালির জুভেন্টাসে যোগ দেন পোগবা। সেখানেই গত ২০ অগস্ট তাঁর ডোপ পরীক্ষা হয়েছিল। ইটালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইবুনাল (ন্যাডো) জানায়, পোগবার শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাঁর দ্বিতীয় নমুনাও নেওয়া হয়েছে। তাতেও যদি নিষিদ্ধ পদার্থ পাওয়া যায় তা হলে কড়া শাস্তি হতে পারে পোগবার। সেই আশঙ্কাই সত্যি হল।