UEFA Euro 2024

সেমিফাইনালের আগে ধাক্কা স্পেনের, ইউরো শেষ পেদ্রির, ট্যাক্‌লের জন্য ক্ষমা চাইলেন ক্রুজ়‌

শুক্রবার স্পেন বনাম জার্মানির ম্যাচে আট মিনিটেই চোট পেয়ে উঠে গিয়েছিলেন পেদ্রি। স্পেনের খেলোয়াড় ছিটকেই গেলেন ইউরো থেকে। তরুণ ফুটবলারের কাছে ক্ষমা চেয়েছেন জার্মানির টনি ক্রুজ়‌।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ২৩:৫০
Share:

চোট পেয়ে এ ভাবেই মাঠে পড়েছিলেন পেদ্রি। ছবি: রয়টার্স।

শুক্রবার স্পেন বনাম জার্মানির ম্যাচে আট মিনিটেই চোট পেয়ে উঠে গিয়েছিলেন পেদ্রি। স্পেনের খেলোয়াড় ছিটকেই গেলেন ইউরো থেকে। শনিবার তা ঘোষণা করা হয়েছে। তরুণ ফুটবলারের কাছে ক্ষমা চেয়েছেন জার্মানির টনি ক্রুজ়‌, যিনি পেদ্রিকে শুক্রবার দু’টি কড়া ট্যাকল করেছিলেন।

Advertisement

সেই সংঘর্ষের পর স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, ক্রুজ়কে লাল কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু দু’টি চ্যালেঞ্জের কোনওটির জন্যই ক্রুজ় হলুদ কার্ডও হজম করেননি। জার্মানি বিদায় নেওয়ায় শুক্রবারই ক্রুজ়‌ের শেষ ম্যাচ হয়ে থাকল।

স্পেনের ফুটবল সংস্থা জানিয়েছে, পেদ্রির বাঁ হাঁটুতে ‘গ্রেড টু’ পর্যায়ের চোট রয়েছে। সাধারণ কয়েক সপ্তাহ লাগে এ ধরনের চোট সারাতে। ফলে মঙ্গলবার ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল তো বটেই, ফাইনালেও খেলা হচ্ছে না। তবে তিনি স্পেনের দলের সঙ্গেই বাকি সময়টা থাকবেন।

Advertisement

স্পেনের পাঁচটি ম্যাচের চারটিতেই প্রথম একাদশে ছিলেন পেদ্রি। তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শুক্রবারের ম্যাচের পর ক্রুজ়‌ ইনস্টাগ্রামে লেখেন, “দুঃখিত। দ্রুত সেরে ওঠো পেদ্রি। তোমায় ইচ্ছা করে আঘাত করতে চাইনি। দ্রুত সেরে ওঠার শুভেচ্ছা রইল। তুমি দারুণ খেলোয়াড়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement