Euro Cup 2024

মাঠে পা দিয়েই নজির ইয়ামালের, ইউরো কাপে কোন কীর্তি গড়লেন স্পেনের ফুটবলার

ইউরো কাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন স্পেনের ইয়ামাল। লিয়োনেল মেসির মতো তিনি তৈরি হয়েছেন লা মাসিয়ায়। ২০২৩ সাল থেকে খেলছেন বার্সেলোনার প্রথম দলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ২২:৪৬
Share:

লেমিন ইয়ামাল। ছবি: এক্স (টুইটার)।

ইউরো কাপে ইতিহাস গড়লেন স্পেনের লেমিন ইয়ামাল। প্রতিযোগিতার ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় তিনিই। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইউরো কাপের মূল পর্বের ম্যাচ খেললেন ১৬ বছর ৩৩৮ দিন বয়সে।

Advertisement

বার্সেলোনার উইঙ্গার নজর কেড়েছেন ক্লাব ফুটবলে। জায়গা করে নিয়েছেন স্পেনের ইউরো কাপের দলেও। ইয়ামাল প্রথম একাদশে থাকবেন আশা ছিল ফুটবলপ্রেমীদের। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি মাঠে নামতেই তৈরি হল ইতিহাস। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরো পাক খেলার নজির গড়লেন তিনি। ২০২০ সালের ইউরোয় পোল্যান্ডের ক্যাসপার কোজলোস্কি ১৭ বছর ২৪৬ দিন বয়সে ইউরো কাপের ম্যাচ খেলেছিলেন। এত দিন পর্যন্ত তিনিই ছিলেন প্রতিযোগিতার কনিষ্ঠতম ফুটবলার। তাঁর রেকর্ড শনিবার ভেঙে দিলেন স্পেনের তরুণ খেলোয়াড়।

সাত বছর বয়সে ফুটবল শুরু ইয়ামালের। বার্সেলোনার যুব অ্যাকাডেমি, লা মাসিয়ায় ফুটবল শেখা শুরু তাঁর। ছোট বয়সেই তাঁর প্রতিভা কোচদের নজর কেড়ে নেয়। ২০২৩ সালে জায়গা করে নেন বার্সেলোনার মূল দলে। সে বছরই দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ১৫ বছর বয়সে। ইউরো কাপের আগে পর্যন্ত স্পেনের হয়ে সাতটি ম্যাচ খেলে ২টি গোল করেছেন ইয়ামাল। আর ইউরো কাপের প্রথম ম্যাচেই গড়ে ফেললেন নজির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement