আগুয়েরোর (ডান দিকে) ফুটবলজীবন হয়তো শেষ। ফাইল ছবি
ফুটবলকে হয়তো চিরতরে বিদায় জানাতে পারেন সের্জিও আগুয়েরো। আর্জেন্টিনায় লিয়োনেল মেসির সতীর্থকে নিয়ে এমনই সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে, জটিল অসুখে ভুগছেন তিনি, যা শেষ করে দিতে পারে তাঁর ফুটবল-জীবনই।
ঘরের মাঠে আলাভেসের বিরুদ্ধে ম্যাচের ৪২ মিনিটে তুলে নিতে হয় আগুয়েরোকে। তখনই জানা যায়, হৃদযন্ত্রে কোনও সমস্যা হয়েছে তাঁর। তবে ক্যাটালোনিয়ার এক রেডিয়ো চ্যানেল শুক্রবার জানিয়েছে, প্রথমে যা মনে করা হয়েছিল, সমস্যা তার থেকেও গুরুতর। আগুয়েরো নাকি কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ভুগছেন, যার ফলে তাঁর ফুটবল-জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
আলাভেস ম্যাচের পরেই তাঁর ক্লাব বার্সেলোনা জানায়, আগুয়েরোর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তিনি যে তিন মাসের জন্য ছিটকে গিয়েছেন, সেটাও জানানো হয়। সপ্তাহখানেক আগে বার্সেলোনার প্রকাশিত এক ভিডিয়োয় আগুয়েরো জানান যে, তিনি সুস্থই রয়েছেন এবং চিকিৎসাও ভালই চলছে। কিন্তু যত পরীক্ষা করা হচ্ছে ততই আগুয়েরোর হৃদযন্ত্রের এক একটা সমস্যা সামনে আসছে। তবে ফুটবল ছাড়তে হবে কিনা, সেটা নির্ভর করছে ডাক্তারদের পরামর্শের উপর।