SC East Bengal

SC East Bengal: এখনও জয়ের মুখ দেখল না দল, কী বলছেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ

আইএসএল-এ ছ’টি ম্যাচ খেলা হয়ে গেল। এসসি ইস্টবেঙ্গল একমাত্র দল, যারা এখনও জয়ের মুখ দেখেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ০৮:২৩
Share:

ম্যানুয়েল দিয়াজ। —ফাইল চিত্র।

আইএসএল-এ ছ’টি ম্যাচ খেলা হয়ে গেল। এসসি ইস্টবেঙ্গল একমাত্র দল, যারা এখনও জয়ের মুখ দেখেনি। তিনটি ড্র করে এবং তিনটি হেরে পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে লাল-হলুদ।

Advertisement

একটি করে ম্যাচ যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গল কোচ জোসে ম্যানুয়েল দিয়াস তত স্পষ্ট করে বলে দিচ্ছেন, এই রকম খেললে তাঁদের পক্ষে এই মরসুমে জেতা সম্ভব নয়। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করে দিয়াজ এতটাই হতাশ এবং বিরক্ত যে মনে করছেন, তাঁরা হেরেও যেতে পারতেন।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে দিয়াজ বলেন, ‘‘আমাদের দলের অবস্থা এ রকমই। বিপক্ষ অনেক গোলের সুযোগ তৈরি করছে। কেরালাও করেছে। আমরা শুরুতে এক গোলে পিছিয়েও যেতে পারতাম। আমাদের সৌভাগ্য, শুরুতে কেরালার গোল বাতিল হয়ে যায়।’’

Advertisement

কোচের পরিষ্কার স্বীকারোক্তি, ‘‘তিন পয়েন্ট পাওয়ার মতো খেলতে পারছি না আমরা। এখনও অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের আরও উন্নত করে তুলতে হবে।’’

রক্ষণের খারাপ খেলা তো আছেই, ইস্টবেঙ্গলকে বেশি ডোবাচ্ছে মাঝমাঠ। দিয়াজ আলাদা করে মাঝমাঠের কথা বলছেন না। হতাশ কোচের বক্তব্য, ‘‘শুধু মাঝমাঠ নয়, পুরো দলের খেলাতেই উন্নতি দরকার। এই উন্নতিটা কোচ, খেলোয়াড় সবাইকেই করতে হবে।’’

রবিবার গোলকিপার হিসেবে খেলানো হয়েছে শঙ্কর রায়কে। তাঁকে খেলানোর পিছনে দিয়াজের যুক্তি, ‘‘ছয় নম্বর ম্যাচে তৃতীয় গোলকিপারকে খেলিয়েছি। এই পরিস্থিতিতে এটাই প্রয়োজন ছিল। কারণ অরিন্দমের চোট এখনও সারেনি।’’

পারফরম্যান্স না থাকলেও প্রতি ম্যাচে খেলানো হচ্ছে রাজু গায়কোয়াড়কে। এই নিয়ে দিয়াজের বক্তব্য, ‘‘দলের যা অবস্থা, তাতে রাজুকে খেলাতেই হচ্ছে। প্রতি ম্যাচেই ভুল হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement