হতাশ এমবাপে। ছবি: এক্স।
কিলিয়ান এমবাপে যোগ দিয়েছেন মরসুমের শুরুতেই। তাতেও লা লিগায় খুঁড়িয়েই চলেছে রিয়াল মাদ্রিদ। তিনটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে ড্র করল তারা। কোনও ম্যাচেই গোল করতে পারেননি এমবাপে। বৃহস্পতিবার রাতে রিয়াল আটকে গেল দুর্বল লাস পামাসের বিরুদ্ধে। ১-১ ড্র হয়েছে খেলা। ভিনিসিয়াস পেনাল্টি থেকে রিয়াল মাদ্রিদের হয়ে সমতা ফেরান। লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তারা। সংগ্রহে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্টে পিছিয়ে।
পাঁচ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল পামাস। আলবার্তো মোলেইরো গোল করেন। সেই গোল শোধ করার জন্য ৬৯ মিনিট অপেক্ষা করতে হয় রিয়ালকে। বক্সের মধ্যে হাতে বল লাগান পামাসের অ্যালেক্স সুয়ারেস। পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়াস।
তবে গোটা দলের খেলা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এমবাপে যোগ দেওয়ার পর যে দল এ বার বাকিদের ত্রাস হয়ে উঠবে বলে মনে করা হয়েছিল, তারা মরসুমের শুরু থেকেই খোঁড়াতে শুরু করেছে। লা লিগায় একটিও ম্যাচে জিততে না পারা পামাসকেও হারাতে পারেনি তারা।
হতাশ কোচ কার্লো আনচেলোত্তিও। ম্যাচের পর বলেছেন, “গত মরসুমের ছন্দ এখনও খুঁজে পাইনি এটা সত্যি। কোনও অজুহাত দিতে চাই না। কঠিন সূচি। দ্রুত তৈরি হতে হবে আমাদের। রবিবার আরও একটা ম্যাচ রয়েছে।”