যুযুধান: মিলান ডার্বিতে নজরে লুকাকু-জিহুদের দ্বৈরথ। ফাইল চিত্র।
মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ ১-১ ড্র হল। ৩৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যায়। ৬৭ মিনিটে সমতা ফেরান কেভিন দ্র ব্রুইন।
আজ অন্য সেমিফাইনালে মিলান ডার্বি: তিনি অলিভেয়ের জিহু। দু’বছর আগে চেলসির জার্সিতে ইউরোপ সেরার ট্রফি হাতে নিয়েছিলেন। এখন এসি মিলানে এই ফরাসি স্ট্রাইকার। এবং আবার তাঁর সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। শুধু তাই নয়, ৩৬ বছর বয়সেও জিহু আর একবার বিজয়ীর মঞ্চে ওঠার স্বপ্ন দেখছেন। নিজেই বলছেন সে কথা!
সান সিরোয় বুধবার (ভারতীয় সময় রাত ১২-৩০ মিনিটে শুরু) চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের দ্বৈরথ মিলান ডার্বিও। মিলানে প্রথম পর্বের চূড়ান্ত উত্তেজনার এই ম্যাচের আগে জিহুকে বলতে শোনা গেল, ‘‘জীবনে কখনও কোনও ম্যাচের আগে নিজেকে এতটা অনুপ্রাণিত মনে হয়নি। ৩৭তম বসন্তের মুখে দাঁড়িয়েও মনে হচ্ছে বয়স প্রচুর কমে গিয়েছে!’’
প্রথম পর্বে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাওয়া হলে জিহু বলছেন, ‘‘ফুটবলে কখনও কোনও দলকে ছোট করে দেখা যায় না। তা ছাড়া এটা চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বকাপের পরেই সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। যেখানে প্রতিটি লড়াই মারাত্মক কঠিন। এই ধরনের দ্বৈরথে খুবই ছোটখাটো ঘটনা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাই ইন্টার মিলানকে সমীহ করতেই হচ্ছে।’’
গতবার সেরি আ জিতেছিল এসি মিলান। যেখানে জিহুর ভূমিকা বিরাট বললেও কমিয়ে বলা হবে। শেষবার জিহুর এখনকার ক্লাব ইউরোপ সেরা হয় ২০০৭ সালে। ফরাসি স্ট্রাইকারের আরও মন্তব্য, ‘‘দলের প্রত্যেকে স্বপ্ন দেখছে। এই ক্লাব বিশেষ আবেগের। এখানে এসে প্রথম বছরেই সেরি আ জিতেছি। খেতাবের লড়াই থেকে বেরিয়ে গিয়েও আশা করছি এ বারও লিগে প্রথমচারে থাকব। তা ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠাও কিন্তু বিরাট বড় কৃতিত্বের ব্যাপার।’’