Gerard Pique

Shakira: আনুষ্ঠানিক বিচ্ছেদ পিকে-শাকিরার, ভেঙেই গেল ওয়াকা-ওয়াকা জুটি

গত ১২ বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু তৃতীয় কোনও মহিলার কারণেই সম্পর্ক ভেঙেছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৯:২৫
Share:

পিকে-শাকিরার বিচ্ছেদ।

জল্পনা সত্যি হল। শনিবার সরকারি ভাবে বিচ্ছেদ হল পিকে এবং শাকিরার। ২০১০ সাল থেকে সম্পর্কে ছিলেন এই ফুটবলার এবং গায়িকা। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। এ দিনই একসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই।

Advertisement

বিয়ে না করলেও বহু দিন ধরে একসঙ্গে ছিলেন শাকিরা এবং পিকে। তাঁদের দুই সন্তান রয়েছে। দু’জনেই জানিয়েছেন, সন্তানরা তাঁদের কাছে সবচেয়ে আগে। ফলে গোটা বিষয়টিতেই গোপনীয়তা রাখতে চান তাঁরা। কেন শাকিরাকে বিয়ে করেননি, সে প্রসঙ্গে পিকে এক সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন সতীর্থ গ্যারি নেভিলকে বলেছিলেন, কোনও দিন বিয়ে করার প্রয়োজনই বোধ করেননি তিনি। এতটাই নাকি দৃঢ় ছিল তাঁদের সম্পর্ক!

এই সম্পর্ক ভাঙার পিছনে নাকি পিকেই দায়ী। শাকিরার সঙ্গে প্রতারণা করে তৃতীয় কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রাখছিলেন পিকে। মে মাসে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শাকিরা। সেখানে পিকে ছিলেন না। আর একটি বিষয়ও উঠে আসছে। স্পেনে শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। তা নিয়েও কিছুটা চাপে রয়েছেন শাকিরা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement