fifa

ইরানকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করার দাবি

মহিলাদের রক্ষার্থে গঠিত এই সংস্থাটির তরফে আবেদন করা হয়েছে নভেম্বরে শুরু হতে চলা কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কার করা হোক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ০৭:৫৬
Share:

প্রতীকী ছবি।

আসন্ন কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কার করার দাবি জানিয়ে মহিলাদের অধিকার রক্ষার্থে গঠিত সংস্থা ‘ওপেন স্টেডিয়ামস’’ চিঠি লিখল ফিফাকে। সম্প্রতি ইরানে পুলিশের হেফাজতে থাকাকালীন এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সে দেশের সাধারণ মানুষ। এর পরেই ফিফাকে এই চিঠি লিখে অনুরোধ করা হয় সংস্থার পক্ষ থেকে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো ‘ওপেন স্টেডিয়ামস’ এর চিঠিতে বলা হয়, ইরানের প্রশাসন এখনও খেলা দেখার ক্ষেত্রে মহিলাদের উপরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে। একই সঙ্গে ইরানের ফুটবল সংস্থাও মহিলা সমর্থকদের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। ‘‘ইরানের ফুটবল সংস্থা প্রশাসনের এই অপরাধগুলির সহযোগী। ইরানের মহিলা ফুটবল সমর্থকদের জন্য এ দেশের ফুটবল সংস্থা বিপদ হয়ে উঠেছে। তা সে বিশ্বের যেখানেই আমাদের জাতীয় ফুটবল দল খেলুক না কেন। অথচ আমাদের সবার জন্য ফুটবল একটা নিরাপদ জায়গা হওয়া উচিত,’’ লেখা হয়েছে চিঠিতে।

Advertisement

তাই মহিলাদের রক্ষার্থে গঠিত এই সংস্থাটির তরফে আবেদন করা হয়েছে নভেম্বরে শুরু হতে চলা কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কার করা হোক। ‘‘এই কারণেই এ দেশের ফুটবল সমর্থক হিসেবে ভারাক্রান্ত হৃদয়ে বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়ে আমরা উদ্বেগ জানাচ্ছি,’’ লেখা হয়েছে চিঠিতে। প্রশ্ন তোলা হয়েছে, ‘‘কেন ফিফা ইরান ও সে দেশের প্রতিনিধিদের এ রকম একটা বিশ্বমঞ্চ দেবে? এই বিষয়ে ফিফার নীতির তা হলে কী হবে? ফিফার কাছে আবেদন জানাচ্ছি এখনই ইরানকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement