Neymar- Ronaldo

আর্জেন্টিনার বিরুদ্ধে নেই নেমার, গোল করেও অসন্তুষ্ট রোনাল্ডো 

বিশ্বকাপের বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের দল থেকে বাদ দেওয়া হল তাঁকে। নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক-কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৮:০৫
Share:

(বাঁ দিকে) নোমার। রোনাল্ডো (ডান দিকে)। —ফাইল চিত্র।

ব্রাজিল সমর্থকদের জন্য খারাপ খবর। এখনই নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের খেলা হবে না জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপের বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের দল থেকে বাদ দেওয়া হল তাঁকে। নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক-কে।

Advertisement

ব্যাপারটা কী? গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে স্যান্টোসের ২-০ গোলে জয়ের ম্যাচে তিনি বাঁ পায়ের উরুতে চোট পান। এমনকি গোলরক্ষক এদারসন ও দানিলোও চোটের কারণে খেলতে পারছেন না। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘‘দল ঘোষণার পরে ব্রাজিল জাতীয় দলের মেডিক্যাল বিভাগের কাছে আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে দানিলো, নেমার ও এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিই। ওদের চোট থাকায় পরিবর্ত নিয়েছি।’’

বৃহস্পতিবার ব্রাজিল ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। বুয়েনস আইরেসে প্রতিপক্ষ আর্জেন্টিনা। সেই ম্যাচ ২৬ মার্চ। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

Advertisement

এ দিকে আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের প্রো লিগে গোল করলেও খুশি নন। তাঁর দল আল-নাসর ৩-১ গোলে হারিয়েছে আল খলুদ-কে। ম‌্যাচের ৪ মিনিটে তিনি গোল করেন। কিন্তু ৬০ মিনিটের মাথায় তাঁকে তুলে নেওয়ায় তিনি রাগ প্রকাশ করেন। আরও বেশিক্ষণ তিনি খেলতে চাইছিলেন। তবে ম‌্যাচের পরে সমাজমাধ‌্যমে রোনাল্ডো লেখেন, “আরও একটা যুদ্ধ জয়। এগিয়ে চলো।” ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ৯২৮তম গোল করলেন সি আর সেভেন।

রোনাল্ডো ছাড়াও আল-নাসরের হয়ে গোল করেন সাদিও মানে (২৬ মিনিট) এবং জন ডুরান (৪১ মিনিট)। কিন্তু ৫৬ মিনিটে নওয়াফ বাওশাল লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে যায় আল-নাসর। কিন্তু জয় আটকায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement