Neymar Jr.

বিশ্বকাপে নামার আগে বিক্ষোভের মুখে নেমার

ফল ঘোষণার পরেই গণমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিয়ো। যেখানে লুলার সমর্থকেরা দাবি করেছে, এ বার প্যারিস সঁ জরমঁ তারকা-কে বকেয়া আয়কর জমা দিতেই হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ০৮:৫৫
Share:

অস্বস্তি: নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন নেমার। ফাইল চিত্র

ব্রাজিলে রাষ্ট্রপতি নির্বাচনে জেয়ার বোলসোনারোকে হারিয়ে ক্ষমতায় ফিরছেন লুইস ইনাসিয়ো লুলা দা সিলভা। ফল ঘোষণার পরেই গণমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিয়ো। যেখানে লুলার সমর্থকেরা দাবি করেছে, এ বার প্যারিস সঁ জরমঁ তারকা-কে বকেয়া আয়কর জমা দিতেই হবে।

Advertisement

বহুচর্চিত এই নির্বাচনে নেমার একেবারে খোলাখুলি বোলসোনারো-র হয়ে প্রচার করেন। যা ভাল ভাবে নেননি লুলার সমর্থকেরা। বলা হচ্ছে, ব্রাজিলীয় তারকা আয়কর বাকি থাকার জন্য বোলসোনারোর হয়ে প্রচারে নেমেছিলেন। যাতে তাঁর কর মকুব হয়।

ঘটনার প্রতিক্রিয়া একেবারেই ভাল হল না। মনে করা হচ্ছে, এই ঘটনায় কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল দলের উপরই খারাপ প্রভাব ফেলতে পারে। এ দিকে লুলা মজা করে বলেছেন, ‘‘যে কোনও রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করার স্বাধীনতা নেমারের আছে। তবে আমার মনে হয়েছে, ও বোধহয় ভয় পেয়েছিল, আমি জিতলে বোলসোনারোর মতো কর নিয়ে ওর ঝামেলা মিটিয়ে দেব না মনে করে।’’

Advertisement

সরব ইউক্রেন: এ বার ইরানের বিরুদ্ধে সরব হল রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। তাদের দাবি, কাতার বিশ্বকাপ থেকে এখনই ইরানকে যেন বাতিল করা হয়। অভিযোগ, রাশিয়াকে অস্ত্র সরবরাহে ইরান সরকারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। শুধু অভিযোগ তোলা নয়। ইউক্রেনের জাতীয় ফুটবল সংস্থা একেবারে সরাসরি ফিফার কাছেই এটা নিয়ে লিখিত প্রতিবাদ জানাবে। প্রসঙ্গত কাতারে বিশ্বকাপ শুরু হচ্ছে ২০ নভেম্বর, রবিবার। তার আগে ইরানের মানবাধিকার কর্মীরাও নিজেদের জাতীয় দলকেই বিশ্বকাপ থেকে বাতিল করার আবেদন করেছিল। তাদের অভিযোগ, এক মহিলা ঠিক মতো হিজাব না পরায় সে দেশের নিরাপত্তা বাহিনি তাঁকে হেফাজতে নেয়। যেখানে তাঁর মৃত্যু পর্যন্ত হয়েছে। শুধু তা-ই নয়, নিরাপত্তা কর্মীরা নাকি ২৮৪ জনকে হত্যা করেছে। যার মধ্যে ৪৫ জন শিশু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement