গ্রেগ স্টুয়ার্ট। ছবি: এক্স (টুইটার)।
ইস্টবেঙ্গল ম্যাচ এখন মোহনবাগান ফুটবলারদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। টানা ন’টি ডার্বি অপরাজিত সবুজ-মেরুন শিবির। আটটিতেই জয় পেয়েছে তারা। ধারাবাহিক সাফল্যে লাল-হলুদ শিবিরকে বাড়তি সমীহ করেন না মোহনবাগান ফুটবলারেরা। শনিবার জয়ের পর গ্রেগ স্টুয়ার্টও তাই উচ্ছ্বাসহীন।
এই নিয়ে দু’টি ডার্বি খেললেন মোহনবাগানের স্কটিশ মিডফিল্ডার। দু’টিতেই জয়ের স্বাদ পেলেন। ম্যাচের পর তিনি বললেন, ‘‘আমরা আলাদা কোনও প্রস্তুতি নিইনি। বাকি ম্যাচগুলির আগে যেমন প্রস্তুতি নিই, এই ম্যাচের আগেও তেমনই প্রস্তুতি নিয়েছি। আমরা সব সময় সেট পিসের উপর বাড়তি গুরুত্ব দিই। এ বারও একই রকম হয়েছে সব কিছু।’’ ডার্বি জয় নিয়ে বললেন, ‘‘এই ম্যাচ সব সময় আলাদা। ডার্বি জেতার অবশ্যই আলাদা আনন্দ রয়েছে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পেরে ভাল লাগছে। সমর্থকেরা সব সময় পাশে থাকেন। ওদের ধন্যবাদ।’’
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বার বার জয়ের পরও স্টুয়ার্ট অবশ্য সৌজন্য বজায় রাখলেন। মোহন মিডফিল্ডার বললেন, ‘‘ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। ওদের বেশ কয়েক জন ভাল ফুটবলার রয়েছে। দলটা এখন ছন্দে নেই। নতুন কোচ এসেছেন। সব কিছু ঠিক করতে হয়তো একটু সময় লাগবে। আশা করি ওরা দ্রুত চেনা মেজাজে ফিরবে।’’
স্টুয়ার্টের মতো আশায় বুক বেঁধে রয়েছেন লাল-হলুদ শিবিরও। শনিবার ভোর সোয়া চারটেয় কলকাতায় পৌঁছেও অস্কার ব্রুজ়ো ছিলেন দলের বেঞ্চে। ম্যাচের মাঝে তাঁকে একাধিক বার হতাশায় বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে। সহকারী বিনো জর্জের সঙ্গে পরামর্শ করতে দেখা গিয়েছেন। দলের দুর্বলতা, ভুল-ত্রুটি জরিপ করেছেন। এ বার মেরামতের কাজ শুরু করবেন স্প্যানিশ কোচ।