ISL 2024-25

ওড়িশা ম্যাচের আগে হুঁশিয়ারি ম্যাকলারেনের, এখন উৎসব নয় বাগানে

রবিবারের ম্যাচের আগে আত্মবিশ্বাস তুঙ্গে জেমি ম্যাকলারেনের। ফর্মের তুঙ্গে রয়েছেন বলে মনে করছেন তিনি নিজে। তবে রবিবার জিতলেও উৎসবে মাততে রাজি নন বাগান ফুটবলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭
Share:
Jamie Maclaren

জেমি ম্যাকলারেন। —ফাইল চিত্র।

ওড়িশার বিরুদ্ধে জিতলেই আইএসএল জিতবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচের আগে আত্মবিশ্বাস তুঙ্গে জেমি ম্যাকলারেনের। ফর্মের তুঙ্গে রয়েছেন বলে মনে করছেন তিনি নিজে। তবে রবিবার জিতলেও উৎসবে মাততে রাজি নন বাগান ফুটবলার।

Advertisement

যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে রবিবার খেলতে নামবে মোহনবাগান। তার আগে সাংবাদিক বৈঠকে ম্যাকলারেন বলেন, “আমার ৩১ বছর বয়স। প্রায় ৩০০-৪০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রতিটা ম্যাচই আমার জন্য গুরুত্বপূর্ণ। যত মরসুম এগিয়েছে, আমি ততই উন্নতি করেছি। এখন আমি ফর্মের শিখরে আছি। শেষ দুটো ম্যাচে চারটে গোল করেছি। যে কোনও মুহূর্তে আমি গোল করার সুযোগ কাজে লাগাতে প্রস্তুত।”

যুবভারতীতে ওড়িশাকে হারিয়ে দিলেই আইএসএল লিগ শিল্ড জিতে নেবে মোহনবাগান। কিন্তু এখনই উৎসবে মাততে রাজি নন ম্যাকলারেনেরা। তিনি বলেন, “রবিবার জিতলেও পাঁচ দিনের মধ্যে আমাদের মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তাই তেমন কোনও বড় উৎসব হবে না। হয়তো সাজঘরে নরম পানীয়ের কয়েকটা বোতল খোলা হবে। ছোটখাটো সেলিব্রেশন হতে পারে। আমরা সত্যিই ভাল খেলতে চাই। ঘরের মাঠে আমরা যথেষ্ট শক্তিশালী। এখানে খেলতে আমরা ভালবাসি। জানি, মোহনবাগান একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং আমি এই ক্লাবে যোগ দিয়েছি সফল হওয়ার জন্যই। আশা করি, রবিবার রাতে আমরা ইতিহাস সৃষ্টি করতে পারব।”

Advertisement

প্রথম বার কলকাতার ক্লাবে খেলছেন ম্যাকলারেন। এই শহরে এসে খেলার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। ম্যাকলারেন বলেন, “কলকাতায় পৌঁছেই বুঝতে পেরেছিলাম সঠিক জায়গায় এসেছি। বিমানবন্দরে যে অভ্যর্থনা পেয়েছি, এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমার শুরুটা যেমন হওয়া উচিত ছিল, তেমন হয়নি। আমি সব সময় বিশ্বাস করি, সব কিছুরই একটা কারণ থাকে। আমি আট সপ্তাহ চোট পেয়ে বসেছিলাম। ফিটনেস ফিরে পেতে সময় লেগেছে। কোচের বিশ্বাস অর্জন করতে হয়েছে। প্রথম দিন থেকেই জানতাম, আমার জন্য ভাল কিছু অপেক্ষা করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement