India vs Pakistan

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির বুমরাহ, জড়িয়ে ধরলেন কোহলিরা

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ঠিকই। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ থেকে দূরে থাকতে পারলেন না জসপ্রীত বুমরাহ। রবিবার দুবাইয়ে ম্যাচের আগে দেখা গেল তাঁকে। সতীর্থদের সঙ্গে কথা বললেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪
Share:
cricket

দুবাইয়ে বুমরাহের (বাঁ দিকে) সঙ্গে কথা বলছেন কোহলি। ছবি: সমাজমাধ্যম।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ঠিকই। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ থেকে দূরে থাকতে পারলেন না জসপ্রীত বুমরাহ। রবিবার দুবাইয়ে ম্যাচের আগে দেখা গেল তাঁকে। সতীর্থদের সঙ্গে কথা বললেন। জয় শাহের থেকে আইসিসি-র পুরস্কারও নিলেন।

Advertisement

দুবাইয়ে রবিবার ম্যাচ শুরু হতে তখনও আধ ঘণ্টা বাকি ছিল। হঠাৎই ক্যামেরা ধরে বুমরাহকে। দেখা যায়, সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে গল্প করছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি ক্রিকেটারদের এক এক করে জড়িয়ে ধরেন। তাঁদের কিছু কথাও বলেন। কথা হয় কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও। মহম্মদ শামিকে পেয়ে জড়িয়ে ধরেন বুমরাহ। পাল্টা তাঁর পিঠ চাপড়ে দেন ভারতের ক্রিকেটারেরা।

পুরুষদের বিভাগে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বুমরাহ। পাশাপাশি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা একাদশেও রয়েছেন তিনি। দু’টি ট্রফি এবং দু’টি টুপি তুলে দেওয়া হয় বুমরাহের হাতে। জানা গিয়েছে, পুরস্কার তুলে দেওয়ার জন্যই তাঁকে ডাকা হয়েছে দুবাইয়ে। পুরস্কার নেওয়ার পরে তিনি সতীর্থদের সঙ্গে দেখা করেন।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। টেস্টের শেষ দিন বল করতে পারেননি। ম্যাচও হারে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়‌ে খেলতে পারেননি। পরে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। শোনা গিয়েছে, জুনে ইংল্যান্ড সিরিজ়‌ের কথা মাথায় রেখে বুমরাহকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement