পুনর্নির্বাচিত শেখর: পুনরায় ভারতের ব্যাডমিন্টন সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হলেন শেখর বিশ্বাস। ২৫ মার্চ গুয়াহাটিতে বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ডও গঠন হয়।
গোকুলাম কেরালার বিরুদ্ধে সমতা ফেরানোর পর। —ফাইল চিত্র।
গোকুলম এফসির বিরুদ্ধে আগের ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি মহমেডান। ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিলেন মার্কাস জোসেফরা। আজ, মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে ট্রাউকে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া মহমেডান। কিন্তু কোচ আন্দ্রেই চের্নিশভের উদ্বেগ বাড়াচ্ছেন বিপক্ষের ব্রাজিলীয় স্ট্রাইকার ডগলাস সান্তানা।
সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে মহমেডান কোচ বলেছেন, ‘‘আমি মনে করি, ট্রাউ আই লিগের অন্যতম সেরা দল। তাই এই ম্যাচটা একেবারেই সহজ হবে না। ফুটবলারদের বলেছি, কোনও মতে মনঃসংযোগ নষ্ট হতে দেওয়া যাবে না।’’ গোকুলমের বিরুদ্ধে আগের ম্যাচে রক্ষণের ভুলেই গোল খেয়ে জয় হাতছাড়া করেছিল মহমেডান। যদিও ডিফেন্ডার মনোজ মহম্মদ বললেন ‘‘রক্ষণ ভুল করলে একটা গোল করে থেমে থাকত
না গোকুলম।’’
এ দিকে সোমবার আই লিগে নেরোকা এফসি ১-০ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজ়কে। আইজ়ল ১-০ গোলে জিতল কেঙ্করে এফসিকে। শ্রীনিধি ডেকান ১-১ গোলে ড্র করল চার্চিল ব্রাদার্সের সঙ্গে।
পুনর্নির্বাচিত শেখর: পুনরায় ভারতের ব্যাডমিন্টন সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হলেন শেখর বিশ্বাস। ২৫ মার্চ গুয়াহাটিতে বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ডও গঠন হয়।