Lionel Messi

বিতর্কে মেসি! রেফারিকে আঙুল তুলে শাসানি, বিপক্ষের সহকারী কোচকে ঘাড়ধাক্কা! শাস্তির সম্ভাবনা লিয়োর

২০২৫ সালে মেজর লিগ সকারের প্রথম ম্যাচে মাঠে নেমেই বিতর্কে জড়ালেন লিয়োনেল মেসি। তাঁর আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। শাস্তি হতে পারে ইন্টার মায়ামির অধিনায়কের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪
Share:
picture of Lionel Messi

লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

নতুন বছরে মেজর লিগ সকারের প্রথম ম্যাচেই মাথা গরম করে বিতর্কের কেন্দ্রে লিয়োনেল মেসি। রেফারিকে আঙুল তুলে শাসালেন। হলুদ কার্ড দেখার পরও শান্ত হননি তিনি। প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ঘাড়ধাক্কা দিলেন। তাঁর এমন আচরণের সমালোচনা শুরু হয়েছে। ফুটবলপ্রেমীদের একাংশ ইন্টার মায়ামির অধিনায়কের শাস্তির দাবি করেছেন।

Advertisement

গত রবিবার নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন মেসিরা। মায়ামি তার সুফলও পায়। টমাস অ্যালভেসের গোলে এগিয়ে যান মেসিরা। কিন্তু গোল করার কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালভেস। ২৩ মিনিটের মাথায় ১০ জন হয়ে যাওয়ায় মেসিরা খানিকটা রক্ষণাত্মক হয়ে যান। সেই সুযোগে দু’টি গোল করে নিউইয়র্ক সিটি এফসি। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন মেসিরা। খেলা শেষ হওয়ার আগে মেসির পাস থেকে বল পেয়ে সমতা ফেরান টেলাস্কো সেগোভিয়া।

প্রায় ৮০ মিনিট ১০ জনে খেলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও কিছু ক্ষণ ধরেই ক্ষুব্ধ দেখাচ্ছিল মেসিকে। লাল কার্ড-সহ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত দলের বিরুদ্ধে যাওয়ায় অখুশি ছিলেন মায়ামি অধিনায়ক। খেলা শেষ হওয়ার বাঁশি বাজতেই রেফারি অ্যালেক্সিস দ্য সিলভার দিকে তেড়ে যান মেসি। আঙুল তুলে শাসান। তাঁকে বেশ উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গিয়েছে। মুখ হাত দিয়ে ঢেকেও কিছু কথা বলেন। মেসি বার বার রেফারিকে বলেন, ‘তুমি কাপুরুষ।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে মেসিকে হলুদ কার্ড দেখান সিলভা। তার পরও শান্ত হননি মায়ামি অধিনায়ক। রেফারির সঙ্গে তর্ক চালিয়ে যেতেই থাকেন।

Advertisement

এর পর মাঠ থেকে বেরিয়ে আসার পর আরও একটি কাণ্ড ঘটান ক্ষুব্ধ মেসি। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা নিউইয়র্ক সিটি এফসির সহকারী কোচ নেহদি বালুচির সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তিনি মেসির আচরণের প্রতিবাদ করছিলেন। তা দেখে আরও রেগে যান এমএল টেন। বালুচির সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে ধরেন মেসি। এক সময় দেখা যায়, প্রতিপক্ষ দলের সহকারী কোচের ঘাড়ধাক্কা দিয়ে কিছু একটা বলছেন। মেসির এই আচরণে বিস্মিত বালুচি প্রায় বাক্‌রুদ্ধ হয়ে যান। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

সূত্রের খবর, মেসির এমন আচরণে অখুশি মেজর লিগ এবং ইন্টার মায়ামি কর্তৃপক্ষও। শাস্তি পেতে হতে পারে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement