Mohammedan SC

I League 2022: মার্কাসের জোড়া গোলে আশা বেঁচে মহমেডানের

সংযুক্ত সময়ে ২-০ করেন মার্কাস। চার্চিলকে হারিয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মহমেডান। শীর্ষ স্থানে থাকা গোকুলমের সংগ্রহে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ০৬:২০
Share:

আই লিগ

Advertisement

মহমেডান ২ চার্চিল ০

চার্চিল ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে আই লিগের খেতাবি দৌড়ে টিকে থাকল মহমেডান। নেপথ্যে সেই মার্কাস জোসেফ। তবে জিতেও উচ্ছ্বসিত নন ফুটবলাররা। আজ, শনিবার নৈহাটি স্টেডিয়ামে রাজস্থান এফসি যদি গোকুলম এফসিকে হারিয়ে দেয়, তা হলেই কিছুটা স্বস্তি ফিরবে মহমেডান শিবিরে।

Advertisement

আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচে যেমন জিততেই হবে মহমেডানকে, তেমনই পয়েন্ট নষ্ট করতে হবে গোকুলমকে। এই পরিস্থিতি শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে চার্চিলের বিরুদ্ধে ১১ মিনিটে আশির আখতারের সেন্টার থেকে নেওয়া নিকোলা স্তোয়ানোভিচের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে রুদোভিচ গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

৫৪ মিনিটে স্বস্তি ফেরে সাদা-কালো শিবিরে। ডান প্রান্ত নিয়ে উঠে পেনাল্টি বক্সে বল ভাসিয়ে দেন ব্রেন্ডন ভানলালরেমডিকা। হেড করেন মার্কাস। বল শিল্টন পালের হাতে লেগে জালে জড়িয়ে যায়। ৬১ মিনিটে মার্কাসের শট অবশ্য দুর্দান্ত ভাবে বাঁচান চার্চিলের বঙ্গ গোলরক্ষক। এর পরেই উত্তপ্ত হতে শুরু করে আবহ। ৭৯ মিনিটে আলো নিভে যায়। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। ৮৩ মিনিটে সাফিউল রহমানকে মেরে লাল কার্ড দেখেন চার্চিলের কোমরন তুর্সুনভ। ৮৮ মিনিটে অবধারিত গোল বাঁচান শিল্টন। সংযুক্ত সময়ে ২-০ করেন মার্কাস। চার্চিলকে হারিয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মহমেডান। শীর্ষ স্থানে থাকা গোকুলমের সংগ্রহে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement