Manchester Derby

নিষ্ফলা ম্যাঞ্চেস্টার ডার্বি, বিরক্তি বাড়াল দুই দলের ঘুমপাড়ানি ফুটবল

ইপিএলের ফিরতি পর্বে ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রতিবেশী ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করল তারা। প্রথম পর্বে এতিহাদ স্টেডিয়ামে গিয়ে জিতে এসেছিল ইউনাইটেড। ঘরের মাঠে তারা জিততে পারল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২২:৫৯
Share:
football

ম্যাঞ্চেস্টার ডার্বির একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

ইপিএলের ফিরতি পর্বে ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রতিবেশী ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করল তারা। প্রথম পর্বে এতিহাদ স্টেডিয়ামে গিয়ে জিতে এসেছিল ইউনাইটেড। ঘরের মাঠে তারা জিততে পারল না। আর্লিং হালান্ডের মতো ফুটবলার না থাকার অভাব বুঝতে পারল সিটি। ইউনাইটেডেও গোল করার ভাল ফুটবলার নেই। ভুগতে হল তাদেরও।

Advertisement

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন সিটির রুবেন দিয়াস। পিছন থেকে আলেসান্দ্রো গারনাচোকে ফাউল করেন তিনি। রেফারি ইউনাইটেডকে ফ্রিকিক দেন। ফুটবলারেরা পেনাল্টির আবেদন করলেও রেফারি কানে তোলেননি। তবে শুরু থেকেই বেশ ছন্দে লাগছিল ইউনাইটেডকেই। বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি।

শেষ ম্যাঞ্চেস্টার ডার্বি খেলতে নেমেছিলেন কেভিন দ্য ব্রুইন। তাঁকেই অধিনায়ক করা হয়েছিল এই ম্যাচে। ন’মিনিটের মাথায় অফসাইড দেওয়া হয় তাঁকে। সিটির ম্যাথেউস নুনেসের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের খেলা যত এগোতে থাকে তত ম্যাচের দখল নিতে থাকে সিটি। বলের নিয়ন্ত্রণ ছিল তাদেরই পায়ে। তবে এক সময় এত বেশি পাস খেলতে থাকে তারা যে বিরক্ত হয়ে যান দর্শকেরা।

Advertisement

২০ মিনিটের মাথায় একটি ভাল সুযোগ নষ্ট করে ইউনাইটেড। গারনাচো পাস দিয়েছিলেন দিয়েগো দালোতকে। দালোতের ক্রস বক্সে ভেসে আসলে তা মাথায় লাগাতে পারেননি ম্যানুয়েল উগার্তে। গারনাচো নিজেও চেষ্টা করেন হেড দেওয়ার। তা কাজে লাগেনি। চার মিনিট পরে আরও একটি সুযোগ নষ্ট করে তারা। আবার গারনাচোকে দিয়ে শুরু হয়েছিল আক্রমণ। সুযোগ কাজে লাগাতে পারেননি প্যাট্রিক দোরগু। এর পর আরও একটি সুযোগ নষ্ট করেন উগার্তে। দুই দলই ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে হলুদ কার্ড দেখেন বের্নার্দো সিলভা। দু’দলের হয়ে ব্রুনো ফের্নান্দেস এবং ফিল ফোডেন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একটি বল ক্লিয়ার করতে গিয়ে দিয়াসের হাতে লাগে। এ বারও ইউনাইটেডের আবেদন কর্ণপাত করেননি রেফারি। ৭০ মিনিটের মাথায় উগার্তের শট কয়েক ইঞ্চির জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

শেষের দিকে গোলের সন্ধানে দু’দলই একাধিক পরিবর্তন করে। ৮৬ মিনিটের মাথায় ম্যাসন মাউন্টের একটি পাস পেয়ে শট মেরেছিলেন জোশুয়া জির্কজ়ি। তা বাঁচিয়ে দেন দিয়াস। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement