উচ্ছ্বাস লিভারপুলের। ছবি: রয়টার্স।
লিভারপুলের জয়ের রাতে হতাশা আর্সেনাল ও চেলসি শিবিরে। রবিবার ইপিএলে মহম্মদ সালাহরা ৩-১ হারান ওয়েস্ট হ্যামকে। কিন্তু দু’বার এগিয়েও টটেনহ্যামের সঙ্গে ২-২ ড্র করল আর্সেনাল। ৩২ মিনিট দশ জনে খেলে অ্যাস্টন ভিলার কাছে ০-১ হারল চেলসি। এ দিকে ম্যাচের ১৬ মিনিটেই পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ৪২ মিনিটে জ্যারেড বোয়েন সমতা ফেরালেও ৬০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ডারউইন নুনেজ়। পাঁচ মিনিট আগে ৩-১ করেন দিয়েগো জোটা।
রবিবার ২৬ মিনিটেই টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরোর আত্মঘাতী গোলে আর্সেনাল এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ১-১ করেন সন হিউং মিন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে ২-১ এগিয়ে দেন সাকা। এক মিনিটের মধ্যেই ২-২ করেন সন।
দুঃসময় অব্যাহত চেলসির। তাদের মালো গুস্তো লাল কার্ড দেখেন। ৭৩ মিনিটে অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স জয়সূচক গোল করেন। শনিবার জেতে দুই ম্যাঞ্চেস্টার। ইউনাইটেড ১-০ হারায় বার্নলিকে। সিটি ২-০ জেতে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। ৪৬ মিনিটে রদ্রি লাল কার্ড দেখার পরে একটা অর্ধ ১০ জনে খেলেও।