Mohun Bagan

যুবভারতীতে ওড়িশাকে হারিয়ে কী ভাবে আইএসএলের ফাইনালে উঠল মোহনবাগান

সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসির বিরুদ্ধে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। আইএসএলের ফাইনালে উঠতে হলে ঘরের মাঠে জিততেই হবে সবুজ-মেরুনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:২৯
Share:

মোহনবাগান-ওড়িশা ম্য়াচের একটি মুহূর্ত। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২১:৩৯ key status

জিতল মোহনবাগান

যুবভারতীতে ওড়িশাকে হারাল মোহনবাগান। দু’পর্ব মিলিয়ে ৩-২ গোলে জিতে আইএসএলের ফাইনালে উঠল বাগান। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২১:৩২ key status

সাহালের গোল

সংযুক্তি সময়ে গোল করলেন সাহাল আব্দুল সামাদ। দীর্ঘ দিন পরে বাগান জার্সিতে নামেন তিনি। মনবীরের ক্রস ধরে গোল করেন সাহাল। কোনও রকমে বল জালে জড়িয়ে দেন তিনি। এই ফল থাকলে আইএসএলের ফাইনালে উঠবে বাগান। 

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২১:৩০ key status

সুযোগ নষ্ট কিয়ান নাসিরির

আবার গোলের সুযোগ পেয়েছিল বাগান। সংযুক্তি সময়ে বক্সে বল পান কিয়ান। তাই শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে খেলা। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে আর কয়েক মিনিট বাকি। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২১:১৫ key status

গোলের সুযোগ পায় ওড়িশা

পরের মিনিটেই বাগান বক্সে আক্রমণ তুলে আনে ওড়িশা। কোনও রকমে সেই আক্রমণ থামান বাগান ডিফেন্ডারেরা। আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলছে। গোল করতে মরিয়া দু’দলই। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২১:১৪ key status

ওড়িশাকে খেলায় রাখলেন অমরিন্দর

পেত্রাতোসের কর্নার থেকে ভাল হেড করেছিলেন হেক্টর। কোনও রকমে ঝাঁপিয়ে বাঁচান অমরিন্দর। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫৬ key status

গোলের সুযোগ হারালেন অনিরুদ্ধ থাপা

মনবীর সিংহের ক্রসে ভাল ভাবে মাথা ছোঁয়াতে পারলেই গোল হত। কিন্তু থাপার হেড ঠিক ভাবে হয়নি। ফলে বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। একের পর এক সুযোগ নষ্ট করছে বাগান। এতে পরে সমস্যায় পড়তে পারে তারা। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫৫ key status

মনবীরের ভুলে সুযোগ হারাল বাগান

দ্বিতীয় গোলের কাছে পৌঁছে গিয়েছিল মোহনবাগান। ডান প্রান্ত ধরে ওঠেন মনবীর সিংহ। বাঁ দিকে কামিংস অরক্ষিত ছিলেন। মনবীর ক্রস করলেই ফাঁকায় গোল করতে পারতেন কামিংস। মনবীর ক্রস বাড়াননি। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫৩ key status

ভাল বাঁচালেন বিশাল

বিরতির পরে চাপ বাড়িয়েছিল ওড়িশা। বাগান বক্সে ঢুকে পড়ে তারা। শট মারেন জেরি। ভাল বাঁচান বিশাল। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:২২ key status

গোল লাইন সেভ হেক্টরের

প্রথমার্ধের একেবারে শেষে সমতা ফেরানোর ভাল সুযোগ পেয়েছিল ওড়িশার। রয় কৃষ্ণের ক্রস ধরে ভাল হেড করেন ওড়িশার ফুটবলার ইসাক। বিশাল কাইথ ঠিক জায়গায় ছিলেন না। বল গোলের দিকে যাচ্ছিল। গোল লাইন সেভ করেন হেক্টর ইয়ুস্তে। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:১৫ key status

সুযোগ নষ্ট পেত্রাতোসের

জনি কাউকো ও জেসন কামিন্সের যুগলবন্দিতে ভাল বল পেয়েছিলেন পেত্রাতোস। কিন্তু বক্সের মধ্যে দেরি করে ফেলেন তিনি। নইলে দ্বিতীয় গোল পেতে পারত বাগান। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:১১ key status

লিস্টনের কাছে ভাল সুযোগ

বাঁ দিক দিয়ে ঢুকে পড়েছিলেন। কিন্তু ওড়িশার গোলকিপার লিস্টনের শট বাঁচিয়ে দিলেন।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:০৪ key status

জলপানের বিরতি

কামিংসের কাছে আরও একটি সুযোগ এসেছিল। কিন্তু বক্সের অনেকটা বাইরে থেকে তাঁর শট বিপক্ষ গোলকিপার সহজেই ধরে নেন। মোহনবাগানের চাপ এখনও অব্যাহত।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:৫৫ key status

২২ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

এগিয়ে গেল মোহনবাগান। বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট মারেন দিমিত্রি পেত্রাতোস। সেই বল ধরেন ওড়িশার গোলরক্ষর অমরিন্দর সিংহ। ফিরতে বলে গোল করেন জেসন কামিন্স। ক্রমাগত চাপ বাড়ানোর ফল পেল বাগান। এই গোলের ফলে দু’পর্ব মিলিয়ে খেলার ফল এখন ২-২। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:৪৫ key status

খেলায় ফিরছে ওড়িশা

প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফিরছে ওড়িশা। আহমেদ জাহু ও রয় কৃষ্ণের হাত ধরে কয়েক বার বাগান বক্সে আক্রমণ তুলেছে তারা। চাপ বেড়েছে বাগান রক্ষণে। কিন্তু ওড়িশাও গোল করতে পারেনি।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:৩৬ key status

শুরু থেকেই গোলের খোঁজে বাগান

খেলার প্রথম মিনিট থেকেই চাপ বাড়াচ্ছে মোহনবাগান। শুরুর চার মিনিটের মধ্যে তিন বার ওড়িশা বক্সে ঢুকেছেন বাগান ফুটবলারেরা। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি তাঁরা। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৯:২৫ key status

ফাইনালে ওঠার লড়াইয়ে নামল মোহনবাগান

আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে হেরেছে মোহনবাগান। ওড়িশা এফসির ঘরের মাঠে ১-২ গোলে হারতে হয়েছে তাদের। ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে জিততেই হবে সবুজ-মেরুনকে। ১ গোলের ব্যবধান থাকলে খেলা গড়াবে টাইব্রেকারে। বাগান চাইছে, ৯০ মিনিটেই খেলার ফয়সালা করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement