Kylian Mbappe

বকেয়া ৫১১ কোটি টাকা! পুরনো ক্লাবের বিরুদ্ধে আদালতে এমবাপে? হাল ছাড়ছে না পিএসজি-ও

প্যারিস সঁ জরমঁ (পিএসজি) ছেড়ে চলতি মরসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পুরনো ক্লাবের থেকে এখনও বেতন বাবদ কিছু অর্থ চান। ক্লাব তা দিতে রাজি নয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারেন এমবাপে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৪
Share:

কিলিয়ান এমবাপে। — ফাইল চিত্র।

প্যারিস সঁ জরমঁ (পিএসজি) ছেড়ে চলতি মরসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পুরনো ক্লাবের থেকে এখনও বেতন বাবদ কিছু অর্থ চান। ক্লাব তা দিতে রাজি নয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারেন এমবাপে।

Advertisement

ফেব্রুয়ারি মাসে, পিএসজি-তে থাকাকালীন বড় বোনাস পাওয়ার কথা ছিল এমবাপের। পাশাপাশি বাকি রয়েছে তিন মাসের বেতনও। সেই টাকা চেয়েই পিএসজি-র কাছে আবেদন করেছিলেন এমবাপে। কিন্তু পিএসজি তা দিতে নারাজ। তাদের দাবি, গত বছর অগস্টেই এমবাপে সেই অর্থ না নিতে রাজি হয়েছিলেন। যদিও লিখিত আকারে তা কখনও বলেননি।

রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপে সেই অর্থ চেয়েছেন। তিনি ফরাসি কমিশনকে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আবেদন করেছেন। গত বুধবার এমবাপে এবং ক্লাবের প্রতিনিধিরা প্যারিসে বৈঠকে বসেছিলেন। তাতে কোনও রফাসূত্র হয়নি। পিএসজি এমবাপের দাবি মানেনি এবং ভবিষ্যতে আইন ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে।

Advertisement

পিএসজি-র দাবি, এমবাপে ক্লাবে থাকাকালীন অনেক সুযোগ-সুবিধা পেয়েছেন। তাই ওই অর্থ না দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। এমবাপে এই দাবি মানতে রাজি নন। এখন দেখার, আদালতে কোন দিকে বিষয়টি গড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement