IPL 2025

ধোনি কী ভাবেন আগে থেকেই বুঝে যান, চেন্নাই ম্যাচে মাহি ভাইকে বল করার জন্য মুখিয়ে পঞ্জাবের চহল

চেন্নাইয়ের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনিকে আবার বল করার সুযোগ পাবেন, এ কথা ভেবে উত্তেজিত যুজবেন্দ্র চহল। তাঁর দাবি, ধোনি কী ভাবছেন সেটা ২-৩ শতাংশ বুঝতে পারেন তিনিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৮:১২
Share:
cricket

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং যুজবেন্দ্র চহল। ছবি: সমাজমাধ্যম।

দীর্ঘ দিন উইকেটকিপিং করার কারণে ব্যাটার এবং বোলারের মন পড়ে ফেলতে পারেন তিনি। উইকেটের পিছন থেকে অনবরত বোলারকে নির্দেশ দিতে থাকেন। ভুল করলে বকাও দেন। সেই বকা খেয়েছেন তিনিও। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনিকে আবার বল করার সুযোগ পাবেন, এ কথা ভেবে উত্তেজিত যুজবেন্দ্র চহল। তাঁর দাবি, ধোনি কী ভাবছেন সেটা ২-৩ শতাংশ বুঝতে পারেন তিনিও।

Advertisement

মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে পঞ্জাব। তাঁর আগে পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছে চহলের। ভারতের হয়ে খেলার সময় যে ভাবে উইকেটের পিছন থেকে নির্দেশ দিতেন ধোনি, তা উল্লেখ করেছেন চহল। ভুল করলে বকা খাওয়ার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়।

আইপিএলের একটি অনুষ্ঠানে চহল বলেছেন, “স্টাম্পের পিছন থেকে অনেক বছর ধরে মাহি ভাই আমার বোলিং দেখেছে। ও জানে আমি কী ভাবে বল করি, কী ভাবি এবং কী করতে চলেছি। আমিও মাহি ভাইয়ের ভাবনার ২-৩ শতাংশ পড়ে ফেলতে পারি।”

Advertisement

চহলের সংযোজন, “মাহি ভাই কোন সময়ে ব্যাট করতে নামে সেটা জানি। যদি ১০ ওভারের মধ্যে ব্যাট করতে নামে তা হলে আমাদের আক্রমণ করতে হবে। কিন্তু ম্যাচের পরের দিকে ব্যাট করতে নামলে আমরা জানি মাহি ভাই কী করতে পারে। সেই অনুযায়ী পরিকল্পনা করি। মাহি ভাইকে কখনওই সহজ বল করা যাবে না। তা হলেই আপনাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবে।”

আগের ম্যাচে হারতে হলেও পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ারের প্রশংসা করেছেন চহল। শ্রেয়সকে ‘ভাল বন্ধু’ হিসাবে অভিহিত করেছেন চহল। জানিয়েছেন, বোলিংয়ের সময় অনেক স্বাধীনতা দেন শ্রেয়স। চহলের কথায়, “শ্রেয়সের সঙ্গে যে কোনও সময় গিয়ে কথা বলা যায়। বিপক্ষ রান করলেও শ্রেয়স ঘাবড়ায় না। ও শান্ত থাকতে পারে। সবার কথা শোনে। ওর অধীনে খেলতে পেরে খুব ভাল লাগছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement