ফাইল চিত্র।
এফএ কাপ জয়ের পরেই পাল্টে গিয়েছে য়ুর্গেন ক্লপের কৌশল। মঙ্গলবার যা ধরা পড়ল সাদাম্পটনের বিরুদ্ধে ম্যাচে। প্রথম একাদশে নয়টি পরিবর্তন করে তিনি দল সাজালেন। পিছিয়ে থেকেও লিভারপুল ম্যাচ জিতল ২-১ গোলে।
ম্যাচের পরে উল্লসিত ক্লপ বলেন, ‘‘দলে নয়টি পরিবর্তন করার পরেও যে ফুটবল দেখলাম, তার পরে আমার কিছু বলার নেই। ’’ তার পরেই যোগ করেন, ‘‘গ্যারাজে অনেক ফেরারি গাড়ি রয়েছে। ওদের দিয়েও অনেক বড় যুদ্ধ জয় সম্ভব।’’
মঙ্গলবারের ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেন তাকুমি মিনামিনো এবং জোয়েল ম্যাটিপ। ম্যাচের পরে ক্লপ বলেছেন, ‘‘মিনামিনো খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু খেলা দেখে তা কেউ বুঝতে পারবেন না। আমার দলে সকলে এ ভাবেই খেলার জন্য তৈরি করে রেখেছে নিজেদের।’’