তাঁর উপরে দল আস্থা রাখায় খুশি ফেরান্দো। তিনি জানিয়েছেন, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে তাঁর। দু’জনের মধ্যে মতের মিল হয়েছে। তার পরেই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন তিনি।
ফেরান্দোকেই কোচ রাখল সবুজ-মেরুন ফাইল চিত্র।
সদ্য সমাপ্ত আইএসএল-এর ফাইনালে উঠতে পারেনি এটিকে মোহনবাগান। মরসুমের মাঝে দলের দায়িত্ব নেওয়ার পরে আশা জাগিয়েও ব্যর্থ দলের কোচ জুয়ান ফেরান্দো। তবুও তাঁর উপরে ভরসা রাখলেন সবুজ-মেরুন কর্তারা। আগামী মরসুমে তাঁকেই দলের কোচ রাখা হয়েছে।
মোহনবাগানের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরসুমের জন্য কোচ হিসাবে ফেরান্দোর উপরে আস্থা রাখা হয়েছে। কোচের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে।
আইএসএলে ফেরান্দোর পারফরম্যান্স দেখেই তাঁকে কোচ হিসাবে রেখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মোহনবাগান। মাঝ পথে দায়িত্ব নিয়ে মোট ১৬টি ম্যাচে কোচিং করিয়েছেন ফেরান্দো। তার মধ্যে মাত্র দু’টি ম্যাচে হেরেছে দল। এক জন কোচ হিসাবে এটা বড় সাফল্য বলে মত কর্তাদের। আগামী ১২ এপ্রিল যুবভারতীতে ফেরান্দোর কোচিংয়ে এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।
তাঁর উপরে দল আস্থা রাখায় খুশি ফেরান্দো। তিনি জানিয়েছেন, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে তাঁর। দু’জনের মধ্যে মতের মিল হয়েছে। তার পরেই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন তিনি।