—প্রতিনিধিত্বমূলক চিত্র।
জামশেদপুরে খেলতে গিয়ে তিন দিনের জন্য ২৩টি ঘর ভাড়া নিয়েছিল হায়দরাবাদ এফসি। কিন্তু হোটেলের বিল মেটায়নি আইএসএলের ক্লাবটি। বাধ্য হয়ে ক্লাবের মালিক অভিনেতা রানা দুগ্গাবতির বিরুদ্ধে এফআইআর করেছেন হোটেল কর্তৃপক্ষ।
৫ অক্টোবর জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ ছিল হায়দরাবাদের। সেই ম্যাচ হয়েছিল জামশেদপুরে। ম্যাচটি ০-১ গোলে হেরে গিয়েছিল হায়দরাবাদ। দুই দলের লিগে ফিরতি ছিল ২১ ডিসেম্বর। সেই ম্যাচে হায়দরাবাদকে ৫ গোল দেয় জামশেদপুর। হায়দরাবাদ এই মুহূর্তে আইএসএলে লিগ তালিকায় সবার নীচে। ১১টি ম্যাচের মধ্যে একটিও জিততে পারেনি তারা। সেই দলের বিরুদ্ধেই এ বার এফআইআর দায়ের হল।
জামশেদপুরের বিষ্টুপুর থানায় অভিযোগ দায়ের করেছে হোটেলটি। রানা দুগ্গাবতি ছাড়াও হায়দরাবাদ ক্লাবের অন্য কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে তারা। হোটেলের বিল না মিটিয়েই চলে গিয়েছেন বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।
আইএসএলে হায়দরাবাদের পরের ম্যাচ ৯ জানুয়ারি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে কলকাতায় আসবে তারা।