গোল করলেন নগুয়েরা ছবি: টুইটার থেকে।
খেলা শেষ- ফের হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। ৩-৪ গোলে গোয়ার কাছে হারল তারা।
৭৯ মিনিট- গোওওওওওল। ফের এগিয়ে গেল গোয়া। ওর্টিজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করলেন নগুয়েরা।
৭৫ মিনিট- ৩-৩ গোলেই চলছে খেলা। দু’দল অনেক চেষ্টা করেও গোল সংখ্যা বাড়াতে পারেনি।
৫৯ মিনিট- গোওওওওওল। প্রায়শ্চিত্ত করলেন পেরোসেভিচ। গোয়ার রক্ষণের ভুলে বল পেয়ে গোল করতে কোনও ভুল করেননি তিনি।
৪৪ মিনিট- গোওওওওওল। আত্মঘাতী গোল করলেন ইস্টবেঙ্গলের প্রথম গোলের নায়ক পেরোসেভিচ। প্রথমার্ধের শেষে ২-৩ গোলে পিছিয়ে সাজঘরে গেল লাল-হলুদ বাহিনী।
৩৭ মিনিট- গোওওওওওল। ফের সমতা ফেরাল ইস্টবেঙ্গল। ফ্রিকিক থেকে গোল করলেন আমির দেরভিসেভিচ।
৩২ মিনিট- গোওওওওল। ফের এগিয়ে গেল গোয়া। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় গোয়া। ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ওর্টিজ।
২৬ মিনিট- গোওওওওওল। সমতা ফেরাল ইস্টবেঙ্গল। ফ্রিকিক থেকে ফিরতি বলে বাঁ পায়ের জোরালো শটে গোল করলেন আন্তোনিও পেরোসেভিচ।
১৭ মিনিট- গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুয়োগ ছিল গোয়ার কাছে। নগুয়েরার পাস থেকে ওর্টিজের শট পোস্টের বাইরে দিয়ে অল্পের জন্য বেরিয়ে যায়।
১৪ মিনিট- গোওওওওওওল। শুরুতেই এগিয়ে গেল গোয়া। প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন নগুয়েরা। কোনও সুযোগ পাননি গোলরক্ষক শুভম।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: শুভম, রাজু গায়কোয়াড়, টমিস্লাভ মার্সেলা, ফ্রানিয়ো পর্চে, অমরজিৎ সিংহ, হীরা মণ্ডল, আমির দেরভিসেভিচ, বিকাশ জাইরু, আন্তোনিয়ো পেরোসেভিচ, সৌরভ দাস, নাওরেম সিংহ।
চলতি মরশুমে এখনও পর্যন্ত জয় আসেনি এসসি ইস্টবেঙ্গলের। প্রথম দু’ম্যাচে হারের পরে তৃতীয় ম্যাচে ড্র করেছেন ম্যানুয়েল দিয়াসের ছেলেরা। চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ লিগ তালিকায় শেষে থাকা এফসি গোয়া। তাই তাদের হারিয়ে আইএসএল-এ প্রথম জয় ছিনিয়ে নিতে চাইছে লাল-হলুদ বাহিনী।