SC East Bengal

ওড়িশার কাছে কী ভাবে হারল এসসি ইস্টবেঙ্গল

দ্বিতীয় পর্বে ওড়িশা এফসি-র মুখোমুখি হওয়ার আগে ভুলত্রুটি শুধরে নামতে চাইছে এসসি ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৬
Share:

জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল। ছবি টুইটার

খেলা শেষ। আর গোল হল না। হেরে গেল এসসি ইস্টবেঙ্গল।

Advertisement

৭৫ মিনিট। গোওওওওওল। আবার গোল খেল এসসি ইস্টবেঙ্গল। গোল দিলেন জাভি।

৬৪ মিনিট। গোওওওওওওওওওল। সমতা ফেরালেন পেরোসেভিচ। ক্রাসনিকের মিস পাস মাঝমাঠে পেয়ে যান পর্চে। তাঁর পাস পেয়ে পেরোসেভিচ ওড়িশা ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করলেন।

Advertisement

বিরতি। ওড়িশার বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল।

২৩ মিনিট। গোওওওওওওল। আবার রক্ষণের ভুল। অনায়াসে ডিফেন্ডারদের কাটিয়ে বল বাড়ালেন জাভি। চলতি বলে গোল জোনাথাসের।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: শঙ্কর, আদিল, পর্চে, হীরা, নওচা, সিডোয়েল, সৌরভ, আঙ্গুসানা, মার্সেলো, মহেশ এবং পেরোসেভিচ।

প্রথম পর্বের সাক্ষাতে ৬ গোল খাওয়ার ক্ষত এখনও দগদগে। দ্বিতীয় পর্বে ওড়িশা এফসি-র মুখোমুখি হওয়ার আগে ভুলত্রুটি শুধরে নামতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। কোচ মারিয়ো রিভেরা আগের ম্যাচের ভিডিয়ো দেখেছেন। একই ভুল দু’বার করতে চান না তিনি। স্পষ্ট জানালেন, তাঁরা জয়ের জন্যেই ঝাঁপাবেন।

এসসি ইস্টবেঙ্গল কার্যত সেরা চারের দৌড় থেকে বেরিয়ে গিয়েছে। এই অবস্থায় দলের ছেলেদের উজ্জীবিত রাখছেন কী ভাবে? এই প্রশ্নের উত্তরে মারিয়ো বলেন, “ফুটবলাররা সবাই পেশাদার। ওরা সব ম্যাচেই জিততে চায়। সেরা পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ করতে চায় নিজেদের। লিগ তালিকায় এখন যে অবস্থানে রয়েছি আমরা, সেটা ওদের সঠিক জায়গা নয়। পরের ম্যাচে জয়ের খিদে নিয়েই নামবে ওরা। এটাই ওদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার কাজটা হচ্ছে ওদের পথ দেখানো।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement