SC East Bengal

নর্থইস্টের বিরুদ্ধে হার এসসি ইস্টবেঙ্গলের, কী ভাবে হারল লাল-হলুদ

টানা ছয় ম্যাচে জয় আসেনি এসসি ইস্টবেঙ্গলের। এ বারের আইএসএল-এ একমাত্র তারাই এখনও কোনও ম্যাচ জেতেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৯:২৬
Share:

বল দখলেন লড়াই।

খেলা শেষ। ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাল না। ফের হারল তারা।

Advertisement

৬৮ মিনিট। গোওওওওওওওল। সাত মিনিটের মধ্যেই নর্থইস্টের দ্বিতীয় গোল। ডিফেন্সের হতশ্রী অবস্থার সুযোগ নিয়ে গোল করলেন প্যাট্রিক ফ্লোটম্যান।

৬১ মিনিট। গোওওওওওওওল। প্রাক্তন ফুটবলার ভিপি সুহেরের গোলে এগিয়ে গেল নর্থইস্ট। দুর্বল রক্ষণের ফায়দা তুলল তারা।

Advertisement

বিরতি। দু’দলেরই আক্রমণাত্মক ফুটবলের অভাব। ফলে কেউই এখনও গোল করতে পারেনি।

৩০ মিনিট। কোনও পক্ষই এখনও সে ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। চোটের কারণে তুলে নেওয়া হল পর্চেকে। নামলেন আমির দেরভিসেভিচ।

এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: অরিন্দম, পর্চে, রাজু, মার্সেলা, হীরা, সৌরভ, হামতে, রফিক, মহেশ, চিমা এবং পেরোসেভিচ।

টানা ছয় ম্যাচে জয় আসেনি এসসি ইস্টবেঙ্গলের। এ বারের আইএসএল-এ একমাত্র তারাই এখনও কোনও ম্যাচ জেতেনি। সেই দশা কি শুক্রবার কাটবে? ফতোরদায় শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে জয়ের ভাবনাই ঘোরাফেরা করছে এসসি ইস্টবেঙ্গলে।

তবে পরবর্তী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে চিন্তা একটাই। তা হল, প্রাক্তন কোচ খালিদ জামিল। আইজলকে আই লিগ জেতানো কোচ লাল-হলুদের সঙ্গে ভালই পরিচিত। যদিও তিনি যাঁদের তৈরি করেছিলেন, তাঁদের কেউই প্রায় এখনকার দলে নেই। তবু পুরনো দলকে নিজের অস্তিত্ব বোঝাতে মরিয়া থাকবেন মুম্বইয়ের কোচ। যে ভাবে তৎকালীন ইস্টবেঙ্গল তাঁকে ছেঁটে ফেলেছিল, তা এখনও মাথায় রয়েছে খালিদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement