SC East Bengal

প্রথম ম্যাচেই ড্র এসসি ইস্টবেঙ্গলের, জামশেদপুরের বিরুদ্ধে জিততে ব্যর্থ দিয়াসের ছেলেরা

আইএসএল মরসুমের প্রথম ম্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুরকে হারিয়ে জয় দিয়েই শুরু করা লক্ষ্য ম্যানুয়েল দিয়াসের দলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:৩১
Share:

গোল করার পর ইস্টবেঙ্গল ফুটবলাররা।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২১:৩১ key status

খেলা শেষ। ম্যাচ ১-১

প্রথম ম্যাচে জয় পেল না এসসি ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে আটকে গেল তারা।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২১:২৫ key status

৯০ মিনিট। জ্য়াকিচন্দের প্রচেষ্টা বাইরে

বিপক্ষ গোলকিপারকে এগিয়ে থাকতে দেখে দূর থেকে শট করেছিলেন জ্যাকিচন্দ। তা অল্পের জন্য বাইরে।

Advertisement
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২১:১৫ key status

৮০ মিনিট। এখনও ম্যাচের ফল একই

কোনও দলই সে ভাবে গোলের মুখ খুলতে পারেননি। তবে বলের নিয়ন্ত্রণ বেশি জামশেদপুরের।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২১:০১ key status

৬৬ মিনিট। গোলের মুখ খুলতে পারছে না এসসি ইস্টবেঙ্গল

লড়েও লাভ হচ্ছে না ইস্টবেঙ্গলের। জামশেদপুরের শক্তিশালী ডিফেন্স ভেদ করে এখনও সাফল্য পায়নি লাল-হলুদ। ম্যাচের দখল বরং অনেকটা জামশেদপুরেরই।

Advertising
Advertising
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:৫১ key status

৫৬ মিনিট। পেরোসেভিচের নির্বিষ ফ্রিকিক

বক্সের বাইরে ভাল জায়গায় ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে পেরোসেভিচের শট বাঁচিয়ে দিলেন জামশেদপুর গোলকিপার।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:৪৫ key status

৫০ মিনিট। ভাল খেলছে জামশেদপুর

দ্বিতীয়ার্ধে আক্রমণ বেশি জামশেদপুরের। 

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:২২ key status

সমতা ফেরাল জামশেদপুর

কর্নার থেকে গোল করলেন অধিনায়ক পিটার হার্টলে। তাঁকে মার্ক করতেই পারেননি রফিক। সমতা ফেরাল জামশেদপুর।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:১৯ key status

৪৫ মিনিট। তিন মিনিট অতিরিক্ত সময়

এখন দেখার ইস্টবেঙ্গল ব্যবধান বাড়াতে পারে কিনা।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:১৫ key status

৪০ মিনিট। এখনও এগিয়ে ইস্টবেঙ্গল

ব্যবধান এখনও বাড়াতে পারেনি লাল-হলুদ। তবে পেরোসেভিচের সামনে একটি সুযোগ ছিল। যদিও জামশেদপুর ডিফেন্স তাঁকে রুখে দিয়েছে।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:০৮ key status

অফসাইডে বাতিল ইস্টবেঙ্গলের গোল

কর্নার থেকে বল জালে জড়িয়েছিলেন মার্সেলা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে গেল।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২০:০৪ key status

৩০ মিনিট। আক্রমণ হলেও গোল আসছে না

চিমা এখনও পর্যন্ত সে ভাবে দাগ কাটতে পারেননি। তবে ডান দিকে বারবার আক্রমণ করছেন পেরোসেভিচ।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:৫৯ key status

২৫ মিনিট। গোলের খোঁজে ইস্টবেঙ্গল

আরও গোল চাইছে ইস্টবেঙ্গল। তবে গোল খেয়েও কিছুটা সামলে নিয়েছে জামশেদপুর। ডিফেন্স মজবুত করার দিকে জোর দিয়েছে তারা।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:৫১ key status

১৭ মিনিট। গো-ও-ও-ও-ও-ল। এগিয়ে গেল এসসি ইস্টবেঙ্গল

কর্নার থেকে বক্সের মধ্যে জটলা। সেখান থেকে গোল করে গেলেন পর্চে। এগিয়ে গেল ইস্টবেঙ্গল। 

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:৪৬ key status

১১ মিনিট। খেলা হচ্ছে মাঝমাঠেই

জামশেদপুরও ছেড়ে কথা বলছে ইস্টবেঙ্গলকে। দু’দলের লড়াই হচ্ছে সমান-সমান।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:৪৩ key status

৮ মিনিট। গোলে শট ইস্টবেঙ্গলের

দারুণভাবে ভেতরে ঢুকে এসেছিলেন পেরোসেভিচ। লালরিনলিয়ানাকে পাস দেন। লালরিনের শট গোলকিপারের হাতে।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:৩৮ key status

আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে এসসি ইস্টবেঙ্গল

শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে চাইছে লাল-হলুদ।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৯:০০ key status

এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

অরিন্দম (অধিনায়ক), মার্সেলা, হীরা, পর্চে, আঙ্গুসানা, সৌরভ, লালরিনলিয়ানা, বিকাশ, রফির, পেরোসেভিচ এবং চিমা।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৮:৫৯ key status

প্রথম ম্যাচে নামছে লাল-হলুদ

গত মরসুমের ব্যর্থতার পর নতুন লড়াই শুরু হতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের সামনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement