SC East Bengal

পর পর দুই ম্যাচে হার ইস্টবেঙ্গলের, ওড়িশার বিরুদ্ধে কী ভাবে হারল লাল-হলুদ

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। আইএসএল-এ এখনও জয় অধরা তাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৯:২৬
Share:

গোলের পর জাভি। ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:২১ key status

৯২ মিনিট | গোওওওল

ওড়িশার ষষ্ঠ গোল। দশটি গোল হয়ে গেল এই ম্যাচে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:১৯ key status

৯১ মিনিট | গোওওওল

পেনাল্টি থেকে গোল করল ইস্টবেঙ্গল। চতুর্থ গোল করে ফেলল তারা। গোল করলেন চুকওয়া।

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:১৮

৯০ মিনিট | গোওওওল

তৃতীয় গোল ইস্টবেঙ্গলের। গোল করলেন চুকওয়া।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:১৬

৮৮ মিনিট

সুযোগ নষ্ট করল ইস্টবেঙ্গল। বক্সের মাথার উপর দিয়ে বার হয়ে গেল বল।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:১৫

৮৭ মিনিট

গোল বক্সের বাইরে ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। গোলের সুযোগ লাল-হলুদের সামনে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:১১ key status

৮২ মিনিট | গোওওওল

পঞ্চম গোল করে ফেলল ওড়িশা। ২-৫ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। গোল করলেন ইসাকা রালতে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:০৮ key status

৮০ মিনিট | গোওওওল

একটি গোল শোধ করল ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:০৩ key status

৭১ মিনিট | গোওওওল

৪-১ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ফ্রি কিক থেকে গোল করলেন ওড়িশার আরিদাই। পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৫৮

৬৯ মিনিট

ইস্টবেঙ্গলের গোলের সামনে ফ্রি কিক পেল ওড়িশা। ব্যবধান বাড়ানোর সুযোগ হেক্টরদের সামনে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৫৪

৬৫ মিনিট

লড়াই করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনও অবধি ওড়িশার বিরুদ্ধে সেই ভাবে আক্রমণ সাজাতে পারেনি তারা। ওড়িশার আক্রমণের ঝাপ্টা সামলাতে হচ্ছে লাল-হলুদকে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৪২

৫০ মিনিট

বার বার আক্রমণে উঠছে ওড়িশা। কোনও মতে তাদের ঠেকিয়ে রেখেছে লাল-হলুদ রক্ষণ।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৩১

প্রথমার্ধে পিছিয়ে ইস্টবেঙ্গল

১-৩ গোলে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:১৭ key status

৪৫ মিনিট | গোওওওল

কর্নার থেকে গোল করে গেলেন জাভি। কর্নার থেকে তাঁর মারা বল জড়িয়ে গেল ইস্টবেঙ্গলের জালে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:১২ key status

৩৯ মিনিট | গোওওওল

ফের গোল করলেন হেক্টর। হেডে গোল করে ওড়িশাকে এগিয়ে দিলেন তিনি।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:০৬ key status

৩৩ মিনিট | গোওওওল

গোল শোধ করে দিল ওড়িশা। গোল করলেন হেক্টর।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:০৩

৩০ মিনিট

এখনও অবধি ১-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৯:৫৪

২২ মিনিট

আক্রমণে উঠে এল ওড়িশা। প্রথম বার ইস্টবেঙ্গল গোলের সামনে আসতে পারল তারা। কিন্তু থ্রু বল জায়গায় না থাকায় গোল করতে পারল না ওড়িশা।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৯:৪৪ key status

১৩ মিনিট | গোওওওল

১-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রো থেকে গোল করে গেলেন ড্যারেন সিডোয়েল।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৯:৩৬ key status

৫ মিনিট

আক্রমণে ওঠার চেষ্টা করছে ইস্টবেঙ্গল, তবে এখনও অবধি সফল হতে পারেনি। মাঝমাথেই বল বেশি থাকছে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৯:৩৫

খেলছেন না অরিন্দম

ওডিশার বিরুদ্ধে খেলছেন গোলরক্ষক শুভম সেন। মোহনবাগানের বিরুদ্ধে চোট পাওয়া অরিন্দম ভট্টাচার্য খেলতে নামেননি মঙ্গলবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement