বল দখলের লড়াই। ছবি: টুইটার থেকে
ফের হার ইস্টবেঙ্গলের। এ বারের আইএসএল এখনও জয় অধরা লাল-হলুদের।
৮৯ মিনিট | গোওওওওওল | কর্নার পেয়েছিল জামশেদপুর। সেই কর্নার থেকে উড়ে আসা বল থেকে গোল করলেন পন্ডিতিয়া।
৫৫ মিনিট | ইস্টবেঙ্গলের হয়ে বিদেশি ড্যারেন সিডোল মাঠে নামলেন। আদিল খানের জায়গায় তাঁকে নামালেন রেনেডি।
৫২ মিনিট | সুযোগ কাজে লাগাতে পারল না জামশেদপুর। মুরের হেড গোলপোস্টে লেগে ফিরে এল।
প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। জামশেদপুরের পায়েই বেশি বল থাকলেও গোল করতে পারেনি তারা। কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।
২৫ মিনিট | লিগ টেবলে দ্বিতীয় স্থানে জামশেদপুরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ১১ জন ভারতীয় নিয়ে তৈরি লাল-হলুদ।
৯ মিনিট | আক্রমণে উঠে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোলের সামনে জামশেদপুর খেলোয়াড়দের ভিড়ে সুবিধা করতে পারল না তারা।
৩ মিনিট | সুযোগ এসে গিয়েছিল জামশেদপুরের সামনে। কোনও মতে বাঁচাল লাল-হলুদ। কর্নার পেল জামশেদপুর। কিন্তু সেখান থেকে কোনও অঘটন ঘটেনি।
প্রথম একাদশে এগারো জন ভারতীয়কে নিয়ে লড়াইয়ে নামছে এসসি ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে রেনেডি সিংহের দলকে উজ্জীবিত লেগেছে। মুম্বই এফসি-কে হারাতে না পারলেও লাল-হলুদের খেলা মন কেড়েছে সমর্থকদের। যদিও এখনও জয় অধরা। সেই লক্ষ্যেই মঙ্গলবার নামছে লাল-হলুদ।