অনুশীলনে কৃষ্ণ। ছবি টুইটার
ডার্বির প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানে। শনিবারই মরসুমের প্রথম কলকাতা ডার্বি খেলতে নামবে তারা। বুধবার অনুশীলনে খেলোয়াড়দের শক্তি পরীক্ষার দিকে নজর দিলেন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। বিভিন্ন পদ্ধতিতে ফুটবলারদের পেশি এবং শারীরিক শক্তি বানানোর প্রক্রিয়া চলল। এরপর ছোট জায়গায় ফুটবলারদের দু’দলে ভাগ করে খেলালেন সবুজ-মেরুন কোচ। অল্প জায়গায় নিজেদের দক্ষতার পরিচয় দিতে হল হুগো বুমোস, রয় কৃষ্ণদের।
গত বার দু’টি কলকাতা ডার্বিতেই জিতেছিল এটিকে মোহনবাগান। দু’বারই গোল করেছিলেন কৃষ্ণ। এ বারের ডার্বিতে তাঁর প্রত্যাশা কী? এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণ বলেছেন, “বরাবরই দলকে জেতানোর চেষ্টা সবার আগে করি। এ বারও তার ব্যতিক্রম নয়। সে আমি গোল করি, অ্যাসিস্ট করি বা নীচে এসে রক্ষণ সামলাই, লক্ষ্য একটাই থাকে, দলকে জেতানো। এ বার গোলের সংখ্যা আরও বাড়াতে চাই। এটা আমার নিজের কাছেই নিজের চ্যালেঞ্জ।”
বাকিদের মতো কৃষ্ণ এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখেছেন। তাঁর মতে, লাল-হলুদ এ বার যথেষ্টই শক্তিশালী দল। শুধু তাই নয়, অরিন্দম ভট্টাচার্যের দিকে আলাদা নজর রাখছেন তাঁরা। বলেছেন, “বেশ শক্তিশালী দল গড়েছে এ বার এসসি ইস্টবেঙ্গল। ডিফেন্স খুবই ভাল। অরিন্দম গোলের নীচে থাকায় ওরা আরও শক্তিশালী হয়েছে।”
দলে এ বার নতুন এসেছেন হুগো বুমোস, যাঁর সঙ্গে কেরল ব্লাস্টার্স ম্যাচে দুরন্ত জুটি গড়েছিলেন কৃষ্ণ। ডার্বির আগে তাঁদের রসায়ন নিয়ে বলেছেন, “হুগো একজন প্লে-মেকার। আমাদের জন্যে অনেক সুযোগ তৈরি করে। গত ম্যাচে দারুণ খেলেছে এবং দু’গোল করেছে। ওর সঙ্গে খেলা খুব উপভোগ করি। আশা করি আগামী দিনে আরও মনে রাখার মতো মুহূর্ত তৈরি করতে পারব আমরা।”