লিস্টন কোলাসো। ছবি টুইটার
নতুন কোচের হাত ধরে ফের জয়ের সরণিতে ফিরেছে এটিকে মোহনবাগান। মঙ্গলবার তারা নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএল-এ নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে। দুরন্ত গোল করে এবং গোটা ম্যাচে অসাধারণ খেলে ম্যাচের সেরা হয়েছে লিস্টন কোলাসো।
তবে ম্যাচের পরের দিনও প্রস্তুতিতে কোনও খামতি নেই সবুজ-মেরুন ফুটবলারদের। লিস্টন তো বটেই, রয় কৃষ্ণ, হুগো বুমোসরা মাঠে নেমে ঘাম ঝরালেন। দলকে ভাল ভাবে সংগঠিত করাই লক্ষ্য নতুন কোচ জুয়ান ফেরান্দোর। তবে মঙ্গলবার ম্যাচের সেরা হয়েও খুশি নন লিস্টন। তাঁর লক্ষ্য, পুরনো দল গোয়ার বিরুদ্ধেও গোল করার।
বুধবার এটিকে মোহনবাগানের মিডিয়া টিমকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, “টানা পয়েন্ট হারানোর ফলে ড্রেসিং রুমে একটা চাপ তৈরি হয়েছিল। সেটা নর্থইস্ট ম্যাচ জিতে কাটাতে পেরেছি। এ বার আমরা সামনে তাকাতে চাই। নতুন কোচ নর্থইস্ট ম্যাচে কৌশলে কিছু বদল এনেছিলেন। তার কিছুটা আমরা কাজে লাগাতে পেরেছি।”
ম্যাচের সেরার পুরস্কার সতীর্থদের উৎসর্গ করেছেন লিস্টন। তবে প্রচুর সুযোগ নষ্ট করার কারণে খুশি নন তিনি। বলেছেন, “আমরা আরও গোল করতে পারতাম। বিপক্ষ দু’গোল করেছে। সেটাও একটা চিন্তার বিষয়। তবে নতুন কোচ সবই দেখেছেন। নিশ্চয়ই তিনি পরের ম্যাচে কোনও নতুন পরিকল্পনা নিয়ে আসবেন। আমাদের লক্ষ্য এখন ভাল খেলা এবং প্লে-অফ নিশ্চিত করা।”
শুধু ফেরান্দোই নয়, এটিকে মোহনবাগানের পরের প্রতিপক্ষ এফসি গোয়া লিস্টনেরও প্রাক্তন দল। লিস্টন বলেছেন, “আগের ম্যাচ আমার পরিবার দেখেছে। বাবা-মা চান আমি গোয়ার বিরুদ্ধেও গোল করি। আমি নিজের সেরাটা দেব। কৃষ্ণ, বুমোস আমাকে অনেক পাস দিচ্ছে ম্যাচে। সেগুলো পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করব।”