এই মাঠেই হবে আইএসএল ফাইনাল ছবি টুইটার
গত দু’বছর ধরে মাঠে বসে আইএসএলের খেলা দেখতে পারেননি সাধারণ দর্শক। সেই সুযোগ এই মরসুমে প্রথম এবং শেষ বারের মতো মিলতে চলেছে আগামী ২০ মার্চ, রবিবার। ওই দিন রয়েছে আইএসএলের ফাইনাল। সেই ম্যাচে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল গোয়া সরকার। সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে শনিবার থেকে।
ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে ফাইনাল। ২০২০ সালে কোভিড অতিমারি শুরু হওয়ার পর সে বছরের ফাইনাল হয়েছিল দর্শকহীন স্টেডিয়ামে। সেই শুরু। এরপর ২০২০-২১-এর পুরোটা এবং ২০২১-২২ মরসুমে এখনও পর্যন্ত মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ভারতের মাটিতেই অন্যান্য খেলায় নিয়মিত দর্শক দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। মোহালিতে ৫০ শতাংশ দর্শক খেলা দেখেছেন। বেঙ্গালুরুতে ১০০ শতাংশ দর্শকই ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট দেখছেন।
ফলে গোয়া সরকার এবং আইএসএলের আয়োজকদের উপর চাপ বাড়ছিলই। সমর্থকদের অনুরোধ অবশেষে মেনে নিলেন তারা। শুধু ফাইনালের জন্যেই দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে। দর্শকদের ম্যাচ দেখতে গেলে হয় টিকার দু’টি ডোজই নিতে হবে। অথবা ফাইনালের ২৪ ঘণ্টা আগে করা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।