Lionel Messi

লিয়োনেল মেসির ক্লান্তি নিয়ে জল্পনা ওড়ালেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো

বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার বলেছেন, ‘‘মেসির থেকে সমর্থকেরা আসলে কী চান, সেটা কিছু ক্ষেত্রে আমার পক্ষেও বোঝা অসম্ভব হয়ে পড়ে। মেজর লিগ সকারের দুটো ম্যাচে লিয়ো অসাধারণ ফুটবল খেলেছে।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ০৯:০০
Share:

নজরে: মেসির দিকেই তাকিয়ে রয়েছে দল। —ফাইল চিত্র।

নতুন মরসুমের মেজর লিগ সকার শুরু হয়ে গিয়েছে। দুটি ম্যাচেই মাঠে ছিলেন লিয়োনেল মেসি। কিন্তু তার পরেও সমর্থকদের একাংশ মনে করছেন, ক্লান্তি এখনও কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনীয় তারকা। আর তা নিয়ে মুখ খুললেন ইন্টার মায়ামি দলের কোচ তাতা মার্তিনো।

Advertisement

বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার বলেছেন, ‘‘মেসির থেকে সমর্থকেরা আসলে কী চান, সেটা কিছু ক্ষেত্রে আমার পক্ষেও বোঝা অসম্ভব হয়ে পড়ে। মেজর লিগ সকারের দুটো ম্যাচে লিয়ো অসাধারণ ফুটবল খেলেছে। একটা ম্যাচে গোল করে দলকে হারের মুখ থেকে রক্ষা করেছে। এর পরেও যদি ওকে দেখে কারও ক্লান্ত মনে হয়, তা হলে কিছু বলার নেই।’’

মার্তিনো জানিয়েছেন, মেসির মধ্যে এমন এক শক্তি রয়েছে যা তাঁকে কোনও ভাবেই ক্লান্ত করতে পারে না। তাঁর মন্তব্য, ‘‘আমি লিয়োকে বার্সেলোনায় খেলতে দেখেছি। কাতার বিশ্বকাপে টানা ম্যাচ খেলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছে। কোনও সময় কি ওকে খুব পরিশ্রান্ত বলে মনে হয়েছে?’’ যোগ করেন, ‘‘মেসির মধ্যে অলৌকিক একটা শক্তি রয়েছে যেটা ওকে বাকিদের মতো খুব তাড়াতাড়ি ক্লান্ত করতে পারে না। আমাদের বরং ওর মতো বিরল প্রতিভাকে রক্ষা করা দরকার।’’

Advertisement

ক্লাবের ওয়েবসাইটে অন্যতম অংশীদার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘‘মেসিকে নিয়ে যাঁরা সংশয় প্রকাশ করেন, তাঁরা ফুটবল খেলাটাই বোঝেন না। ও ফুটবলের সেরা দূত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement