সুনীল ছেত্রী। —ফাইল চিত্র।
আবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। গত বছর জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু ন’মাস পরে অবসর ভেঙে ফিরেছেন তিনি। বুধবার মলদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে কি খেলবেন সুনীল? জবাব দিলেন ভারতের ফুটবল দলের কোচ মানোলো মার্কেজ়।
প্রথমে জানা গিয়েছিল, ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলবেন সুনীল। তার আগে বুধবার মলদ্বীপের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচে খেলে কি বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সারবেন তিনি? মলদ্বীপ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তার জবাব দিলেন মার্কেজ়।
ভারতের কোচ জানিয়েছেন, মলদ্বীপের বিরুদ্ধে কিছু ক্ষণের জন্য হলেও খেলবেন সুনীল। মার্কেজ় বলেন, “সুনীল অবশ্যই খেলবে। তবে প্রথম থেকে খেলবে না পরিবর্ত হিসেবে নামবে তা এখনই বলতে পারব না। আমরা প্রীতি ম্যাচে ছ’জন পরিবর্ত নামাতে পারি। অর্থাৎ, মোট ১৭ জন ফুটবলার খেলতে পারে। তাদের মধ্যেই থাকবে সুনীল।”
সুনীলকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দিয়েছিলেন মার্কেজ়। সেই প্রস্তাব মেনে নিয়েছেন ভারতের হয়ে সর্বাধিক গোল করা ফুটবলার। দেশের জার্সি থেকে অবসর নিলেও এই মরসুমে আইএসএলে ভাল খেলেছেন সুনীল। মার্কেজ় তাঁকে দেখেছেন। কারণ, ভারতীয় দলের পাশাপাশি আইএসএলে এফসি গোয়ার কোচ তিনি। সুনীলের ফিটনেস দেখে তাঁর মনে হয়েছে, তিনি এখনও খেলার ক্ষমতা রাখেন।
মার্কেজ় বলেন, “আইএসএলে এই মরসুমে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল সুনীলের। ওর বয়স ২০ না ৪০ বছর, তাতে কিছু যায় আসে না। যদি ওর ফিটনেস থাকে তা হলে ও খেলবে। জাতীয় দলে ফুটবলার তৈরি করা যায় না। তৈরি ফুটবলারেরা জাতীয় দলে খেলে। দলের প্রধান লক্ষ্য ম্যাচ জেতা। তার জন্য সেরা ফর্ম ও ফিটনেসে থাকা ফুটবলারদের প্রয়োজন।”
মলদ্বীপের বিরুদ্ধে ভারত প্রীতি ম্যাচ খেলতে নামলেও এই ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছেন মার্কেজ়। ফলে সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। ভারতীয় কোচ বলেন, “এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচকে আমরা দেখছি। আমরা জিততে চাই। বাংলাদেশ ম্যাচের আগে নিজেদের সেরা দল গুছিয়ে নিতে চাই আমরা।” পাশাপাশি মার্কেজ় আরও জানিয়েছেন, দু’টি ম্যাচে একই ফুটবলারদের তিনি খেলাবেন না। এই দু’টি ম্যাচে সকলকে দেখে নিতে চান তিনি। মার্কেজ় বলেন, “মলদ্বীপের বিরুদ্ধে যারা খেলবে তারা সকলে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে না। পুরো ১১ জনকে তো বদলাতে পারব না। তবে দলের সকলের উপর আমরা ভরসা আছে। মলদ্বীপের বিরুদ্ধে ভাল খেলে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সেরে রাখতে চাই।”
বুধবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে ভারত-মলদ্বীপ ম্যাচ। প্রথম বার এই স্টেডিয়ামে জাতীয় দলের খেলা হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।