মলদ্বীপের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারত। ছবি: সংগৃহীত।
বিধ্বংসী ভারতের যুব দল। শুক্রবার ভুটানের থিম্পুতে মলদ্বীপকে ৮-০ গোলে চূর্ণ করে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল। জোড়া গোল আইবিরলাং খারথাংমাউ ও মহম্মদ আরবাশের।
মলদ্বীপের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারত। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ২২ মিনিট। ক্রিস সোরামের পাস ধরে বিপক্ষের রক্ষণ ভেঙে ঢুকে গোল করে বিশাল যাদব। ৩৬ মিনিটে গামগোহোউয়ের কর্নার থেকে ২-০ করে মহম্মদ কাইথ। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতীয় দল। খেলা শুরু হওয়ার আট মিনিটের মধ্যে ৩-০ করে লিভাইস জ়াংমিনলুন। ৬২ মিনিটে ৪-০ করে আইবিরলাং। ৭০ মিনিটে গোল মানভাকুপার মালগিয়াংয়ের। ৭৭ মিনিটে গোল করে আরবাশ। ৮২ ও ৮৪ মিনিটে ফের গোল যথাক্রমে আইবিরলাং ও আরবাশের।
অন্য সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে।রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ।