—প্রতীকী চিত্র।
কোপা আমেরিকা এ বার খেলা হচ্ছে আমেরিকায়। সেখানে গরমে অসুস্থ হয়ে পড়লেন সহকারী রেফারি। ম্যাচ চলছিল পেরু এবং কানাডার মধ্যে। সেই ম্যাচ খেলাতে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন হামবের্তো পানজোজ। স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তিনি।
প্রথমার্ধের খেলা চলছিল। অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন পানজোজ। যা সকলের আগে খেয়াল করেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপেউ। মাঠেই জ্ঞান ফিরে আসে পানজোজের। যদিও তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সম্প্রচারকারী সংস্থার এক কর্তা বলেন, “সহকারী রেফারি মাটিতে পড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেওয়া হয়। এখানে (কানসাস সিটি) খুব গরম। আশা করব পানজোজ ঠিক হয়ে যাবেন। ওঁর চিকিৎসা চলছে।”
কানাডার কানসাস সিটিতে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৫১ শতাংশ। দ্বিতীয়ার্ধে পানজোজের বদলে অন্য এক জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়।
ম্যাচে ১-০ গোলে জিতেছে কানাডা। ৭৪ মিনিটের মাথায় গোল করেন জোনাথন ডেভিড। প্রথম ম্যাচে কানাডা হেরে গিয়েছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। পেরুর বিরুদ্ধে জিতে পরের পর্বে যাওয়ার জন্য লড়াইয়ে রইল তারা। কানাডার শেষ ম্যাচ চিলির বিরুদ্ধে। আর্জেন্টিনাকে খেলতে হবে পেরুর বিরুদ্ধে। আর্জেন্টিনা পরের পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। বাকি তিন দলের মধ্যে লড়াই চলছে পরের পর্বে যাওয়ার।