Sunil Chhetri

Sunil Chhetri: অবসর বহু দূর, সুনীল বিশ্বকাপেও গোল করবেন, স্বপ্ন দেখছেন বিজয়ন

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সুনীল ছেত্রীর খেলা দেখে উচ্ছ্বসিত বিজয়ন। তাঁর স্বপ্ন, বিশ্বকাপেও গোল করবেন সুনীল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৭:৫৬
Share:

সুনীলকে নিয়ে স্বপ্ন দেখছেন বিজয়ন ফাইল চিত্র

সুনীল ছেত্রী অবসরের কথা বলেছেন। কিন্তু তিনি ভারতের হয়ে আরও অনেক গোল করবেন, এ বিষয়ে নিশ্চিত তাঁর এক সময়ের সতীর্থ আইএম বিজয়ন। শুধু তাই নয়, বিজয়নের স্বপ্ন, ফুটবল বিশ্বকাপেও গোল করবেন সুনীল। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে তিন ম্যাচে চারটি গোল করেছেন সুনীল। দেশের হয়ে ৮৪ গোল করে ছুঁয়েছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে।

Advertisement

এশিয়ান কাপে সুনীলের খেলা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বিজয়ন বলেন, ‘‘সুনীল অনবদ্য। ওকে দেখে অন্যদের শেখা উচিত। আফগানিস্তানের বিরুদ্ধে ওর গোল বুঝিয়ে দেয় ও কোন মানের ফুটবলার। কী সহজে ও সুযোগ তৈরি করে সেটা তরুণ ফুটবলারদের কাছে শিক্ষণীয়। এখনও ভারতের হয়ে ও অনেক গোল দেবে। তার মধ্যে একটা হয়তো ফুটবল বিশ্বকাপে আসবে।’’

৩৭ বছর বয়সেও সুনীলের ফিটনেসের প্রশংসা করেছেন বিজয়ন। প্রতি ম্যাচে তিনি যে ভাবে নিজের ১০০ শতাংশ দেন তা থেকেই সুনীলের দায়বদ্ধতা বোঝা যায়। বিজয়ন বলেন, ‘‘এই বয়সেও সুনীল যে ভাবে প্রতি ম্যাচে খেলছে সেটা দেখে অবাক হচ্ছি। ভারতকে ওর এখনও অনেক কিছু দেওয়ার আছে। তাই যখন কেউ ওর অবসরের কথা বলে তখন আমার হাসি পায়।’’

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে রয়েছেন সুনীল। দলের কোচ ইগর স্তিমাচ বলছেন, ১০০ গোল না করলে অবসর নিতে দেবেন না তাঁকে। সুনীলের কাঁধে ভর করে স্বপ্ন দেখছেন বিজয়ন। স্বপ্ন দেখছেন ভারতকে বিশ্বকাপে খেলতে দেখার। স্বপ্ন দেখছেন বিশ্বকাপে সুনীলের গোলের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement