Mohammedan SC

Mohammean Sporting: রাজস্থানকে হারিয়ে আই লিগের শীর্ষেই মহমেডান, দলে এলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

আই লিগে বুধবার রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল মহমেডান। তারা জিতেছে ২-১ ব্যবধানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ২০:৩৩
Share:

গোলের উচ্ছ্বাস রাজস্থানের। নিজস্ব চিত্র

আই লিগে বুধবার রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল মহমেডান। তারা জিতেছে ২-১ ব্যবধানে। একই দিনে ইসমাইল তান্দিরের বিকল্প ফুটবলারও সই করিয়ে নিল তারা।

বুধবার ম্যাচের ১৭ মিনিটের মাথায় মহমেডানকে এগিয়ে দেন আজহারউদ্দিন মল্লিক। ব্রেন্ডন ভানলালরেমডিকার পাস থেকে গোল করেন তিনি। বিরতির কিছুক্ষণ আগে ব্যবধান বাড়ান নিকোলা স্টোজানোভিচ। রাজস্থান ডিফেন্ডারদের কাটিয়ে একক দক্ষতায় দুরন্ত গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে তারা আর গোল পায়নি। ৭০ মিনিটে ব্যবধান কমান রাজস্থানের ওমর।

Advertisement

এ দিকে, ব্যক্তিগত কারণে সম্প্রতি দেশে ফিরে গিয়েছেন ইসমাইল তান্দির। তাঁর জায়গায় হেনরি কিসেকাকে সই করাল মহমেডান। অতীতে মোহনবাগানের হয়ে খেলেছেন কিসেকা। গোকুলম থেকে সবুজ-মেরুনে সই করেছিলেন। ভারতীয় ফুটবলে পরিচিত মুখ তিনি। গোল করতে ওস্তাদ। আই লিগে আক্রমণভাগ আরও শক্তিশালী করার লক্ষ্যেই তাঁকে সই করাল মহমেডান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement